রাতে সুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা
বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ‘বিয়ের আংটি’ হাতে ঐশ্বরিয়া
বেশ কিছুদিন ধরেই বিচ্ছেদ গুঞ্জনে আলোচনায় রয়েছেন বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। প্রায়ই নিত্যনতুন আঙ্গিকে দুজনের বিচ্ছেদের খবর উঠে আসে গণমাধ্যমে। কখনো বচ্চন পরিবারকে ছেড়ে ঐশ্বরিয়ার মায়ের বাড়িতে চলে যাওয়াকে ঘিরে, তো কখনো হাতের আংটি ছাড়া অভিষেকের প্রকাশ্যে আসা ঘিরে বেড়েছে দুজনের বিচ্ছেদের হিসাব-নিকাশ। তবে এবার আবার ভিন্ন হিসাবের খাতা খুললেন সাবেক বিশ্বসুন্দরী।
সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকে বিয়ে ভাঙার জল্পনা নস্যাৎ করে দিলেন বচ্চন পরিবারের বধূ ঐশ্বরিয়া। আবারও তার হাতে দেখা গেল অভিষেকের পরানো আংটি। কিছুদিন আগে দুবাই যাত্রার সময়ও ঐশ্বরিয়ার আঙুলে তার বিয়ের আংটি দেখা যায়নি। তাতেই নতুন করে তারকা দম্পতির বিচ্ছেদের জল্পনায় নতুন বাতাস লাগে।
তবে প্যারিস ফ্যাশন উইকে বিয়ে ভাঙার জল্পনা উড়িয়ে দিলেন ঐশ্বরিয়া।
২০০৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন অভিষেক ও ঐশ্বরিয়া। ২০১১ সালের ১৬ নভেম্বর অভিষেক-ঐশ্বরিয়ার একমাত্র মেয়ে আরাধ্যার জন্ম হয়। তবে বলিউডে কানাঘুষা চলছে দীর্ঘদিন ধরেই শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতার সঙ্গে নাকি ঐশ্বরিয়ার একেবারেই বনিবনা নেই।
এমন পরিস্থিতিতে তার ও অভিষেকের সম্পর্কও নাকি টালমাটাল। রটনা, মেয়েকে নিয়ে নাকি মা বৃন্দা রাইয়ের সঙ্গে থাকছেন অভিনেত্রী। এমন পরিস্থিতিতে তার হাতে আংটি নেই দেখে অনেকেই উদ্বিগ্ন হয়েছিলেন।
কিন্তু প্যারিস ফ্যাশন উইকে সব জল্পনা, কল্পনার জবাব ঐশ্বর্য আংটি হাতেই দিলেন। এবারে প্যারিস ফ্যাশন উইকের র্যাম্পে সাটিনের লাল গাউন পরেছেন বচ্চন পরিবারের বধূ।
তার সঙ্গেই ছিল বোল্ড রেড লিপস্টিক। বিশাল একটি ভেইল ছিল ঐশ্বর্যর এই পোশাকে। যে প্রসাধনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে মার্জার সরণিতে হেঁটেছিলেন, তারই ক্যাচলাইন লেখা ছিল তাতে।
কমেন্ট