শতাধিক গাছ কেটে শুটিং সেট, বিতর্কে যশের সিনেমা

শতাধিক গাছ কেটে শুটিং সেট, বিতর্কে যশের সিনেমা

কন্নড় সিনেমার নায়ক যশের পরবর্তী সিনেমা ‘টক্সিক’। তার এ সিনেমার জন্য মুখিয়ে আছেন ভক্তরা। কিন্তু তার আগেই বিতর্কে জড়িয়েছে সিনেমাটি। বিনা অনুমতিতে শতাধিক গাছ কেটে সিনেমাটির শুটিং সেট নির্মাণের অভিযোগ তুলেছেন কর্নাটকের পরিবেশ মন্ত্রী ঈশ্বর খান্দ্রে।


ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে মন্ত্রী ঐশ্বর খান্দ্রে বলেন, “বেঙ্গালুরুর পেনিয়া এলাকার সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে ‘টক্সিক’ সিনেমার সেট নির্মাণ করা হয়েছে। আমি ওই এলাকা ঘুরে এসেছি। সেখান থেকে গাছ কাটতে দেখেছেন, তার অনেক স্বাক্ষীও আছে। গত বছরও স্যাটেলাইট ছবিতে ওই স্থানে অনেক গাছ দেখেছি। কিন্তু এখন ফাঁকা।”

আইনি পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে বিবিএমপি-কে রিপোর্ট জমা দিতে বলেছি। তদন্ত করে এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করব। এটি আইনের গুরুতর লঙ্ঘন। আমরা বেঙ্গালুরুতে আরেকটি লালবাগ পার্ক করব না।’

 

‘টক্সিক’ সিনেমা পরিচালনা করছেন গীতু মোহনদাস। অভিনয়ের পাশাপাশি এটি প্রযোজনা করছেন যশ নিজেই। তবে এ নিয়ে তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এ বিষয়ে সিনেমাটির প্রোডাকশন হাউজ কেভিএন প্রোডাকশন হাউজের সঙ্গে যোগাযোগ করে সংবাদমাধ্যমটি। তারা মন্ত্রীর অভিযোগ অস্বীকার করে জানায়, এটি সংরক্ষিত বনাঞ্চল নয়, ব্যক্তিগত সম্পত্তি। প্রয়োজনীয় আইন মেনেই শুটিং সেট নির্মাণ করা হয়েছে।

গত বছরের ডিসেম্বরে অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘টক্সিক’ সিনেমা নির্মাণের ঘোষণা আসে। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

কিং খানের জন্মদিন পার্টিতে সুহানা-আরিয়ানের পারফরম্যান্স পরবর্তী

কিং খানের জন্মদিন পার্টিতে সুহানা-আরিয়ানের পারফরম্যান্স

কমেন্ট