এ সরকারের জন্ম হয়েছে ঐক্যের মাঝখানে, ঐক্যের দ্বারা এটা সৃষ্টি: প্রধান উপদেষ্টা
অভিষেকের সঙ্গে সম্পর্ক, ঘোমটা দিয়ে নিমরত আঙুলের ইশারায় চুপ করালেন কাকে
বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে অভিনেত্রী নিমরত কৌরের আদৌ সম্পর্ক আছে কিনা, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে জল্পনার অন্ত নেই। এ গুঞ্জনের মধ্যেই ভিন্নরূপে ধরা দিলেন অভিনেত্রী। ফটোসাংবাদিকদের দেখামাত্রই ঠোঁটে আঙুল ছুঁয়ে বললেন— চুপ।
আনন্দবাজার সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরেই বিনোদন জগতে চলছে অভিষেক ও সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের গুঞ্জন। দীর্ঘ দাম্পত্য ভাঙতে চলেছে তাদের। আর সেটি নাকি তৃতীয় ব্যক্তির আগমন।
তাই আলোচনার বহর একটু হলেও বেশ বড়। যদিও বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খোলেননি দুজনের কেউই। তবে তাদের ভাঙনের কারণ হিসাবে নাকি দায়ী করা হচ্ছে অভিষেকের ‘দশভি’ ছবির সহ-অভিনেত্রী নিমরত কৌরকে।
সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে এখন বচ্চন পরিবারকে নিয়ে ফিসফাস। নিমরতকে নিয়ে নানা ধরনের মিম ছড়িয়েছে নেটদুনিয়ায়। ব্যক্তিগত জীবনে মানুষের অনধিকার চর্চা নিয়ে দিনকয়েক আগে মুখ খোলেন নিমরত। বিভিন্ন সময় নানা ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন তিনি। তাকে নিয়ে যখন নিত্যদিন চর্চা, তিনি যেখানেই যাচ্ছেন, পিছু ছাড়ছেন না ফটোসাংবাদিকরা।
অভিষেকের সঙ্গে তার আদৌ সম্পর্ক রয়েছে কিনা তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক সেই সময় ভিন্নরূপে ধরা দিলেন অভিনেত্রী নিমরত কৌর।
গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) গুরুনানক জয়ন্তী উপলক্ষ্যে সান্তাক্রজ এলাকার এক গুরুদ্বারে দেখা গেল নিমরতকে। একেবারে ঘরোয়া মেয়ে যেন। পরনে পেস্তা রঙের চুড়িদার। মাথা ঢাকা দেওয়া ওড়না দিয়ে। গুরুদ্বারের রীতি মেনে ওড়না মাথায় দিয়েই প্রবেশ করেন অভিনেত্রী। কখনো পুণ্যার্থীদের মধ্যে ‘কাড়া প্রসাদ’ বিতরণ করছেন, আবার কখনো সবাইকে খাবার পরিবেশন করছেন।
ফটোসাংবাদিকদের দেখামাত্রই মুখে হাসি, বিরক্তির লেশমাত্র নেই! শুধু আঙুল দিয়ে চুপ করতে বলেন। গুরুদ্বারে চিৎকার-চেঁচামেচি করতে নিষেধ করেন অভিনেত্রী। তবে ফটোসাংবাদিকদের চা খাওয়ালেন, প্রসাদ বিতরণও করলেন। অভিনেত্রীর এই ব্যবহার মন কেড়েছে নেটিজেনদের।
কমেন্ট