প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলেন ৪ সংস্কার কমিশন প্রধান
বিশেষ চুক্তিতে সায়রাকে বিয়ে করেন রহমান, সামনে এলো পুরোনো কথা
২৯ বছরের দাম্পত্য জীবন শেষ করে দিলেন অন্যতম বিখ্যাত সংগীতশিল্পী এআর রহমান। তবে এই ডিভোর্সের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলো পুরোনো একটি ভিডিও, যেখানে অভিনেত্রী সিমি গারেওয়ালের সঙ্গে সাক্ষাৎকার দেওয়ার সময় সংগীতশিল্পীকে বলতে শোনা যায় একটি চুক্তির কথা। কী বলেছিলেন সেই চুক্তির বিষয়ে।
সিমির সঙ্গে এআর রহমানের যে পুরোনো সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে— এআর রহমান বলছেন—আমি আমার ক্যারিয়ারের জন্য ভীষণ ব্যস্ত ছিলাম সেই সময়। পাত্রী খোঁজার সময় ছিল না আমার কাছে। ২৯ বছর বয়সে যখন আমার মা আমার জন্য পাত্রী খুঁজছিলেন, তখন আমি বলেছিলাম— আমার একজন সাধারণ স্ত্রী চাই, যাতে আমি আমার সংগীত চর্চা চালিয়ে যেতে পারি।’
সংগীতশিল্পী আরও বলেন, ‘সায়রা ছিল একজন শান্ত স্বভাবের মেয়ে। তবে প্রথম দিকে ও খুব হতাশ হয়ে থাকত। কারণ যখন তখন বাইরে বের হতে পারত না আমার সঙ্গে। ও নিজেই বুঝেছিল ব্যাপারটি ভীষণ স্বাভাবিক। কারণ আমি বিয়ের আগেই এই কথা ওকে বলে রেখেছিলাম। আমাদের মধ্যে এটাই চুক্তি ছিল যে, ও আর পাঁচটা মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন অতিবাহিত করতে পারবে না। এই চুক্তিতেই আমাদের বিয়ে হয়েছিল।’
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের বিবাহবিচ্ছেদের ঘোষণা নিজেই করেন এআর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি পোস্ট করে লিখেছিলেন— ‘আমরা ভেবেছিলাম ৩০ বছর অতিক্রান্ত করে ফেলব, কিন্তু তা হলো না। আমার মনে হয় সব কিছুরই পরিণতি আগে থেকেই স্থির করা থাকে। একটি ভগ্ন হৃদয় নিয়ে এটা জানাতেই হচ্ছে যে, সবকিছু শেষ হয়ে গেল। সবাইকে অশেষ ধন্যবাদ আমাদের এই ব্যক্তিগত মতামতকে সম্মান দেওয়ার জন্য।’
উল্লেখ্য, ১৯৯৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এআর রহমান ও সায়রা বানু। তিন সন্তানের পিতামাতা তারা। কিন্তু হঠাৎ করে এত বছর পর বিবাহবিচ্ছেদের পথে হাঁটলেন এই তারকা দম্পতি, খবর শুনে স্বাভাবিকভাবেই অবাক হয়ে যান সংগীতশিল্পীর ভক্তরা।
কমেন্ট