বিনিয়োগ আকৃষ্ট করতে সব বিনিয়োগ প্রচার সংস্থাকে এক ছাতার নিচে আনার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা
এবার বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন এ আর রহমানের তিন সন্তান
দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের সম্পর্ক ছিন্ন করেছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রাহমান ও তার স্ত্রী সায়রা বানু। গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে আচমকাই ডিভোর্স ঘোষণা করেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। কিন্তু সুরকার হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন কেন, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
রহমানের এই সিদ্ধান্ত নিয়ে প্রথমে মুখ না খুললেও, অবশেষে বাবা ডিভোর্স নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন শিল্পীর দুই মেয়ে রহিমা, খাতিজা ও সুরকারের পুত্র আমিন। প্রত্যেকেই সবাই অনুরোধ করলেন তাঁদের এই কঠিন সময়ে পাশে থাকতে এবং তাঁদের ব্যক্তিগত জীবনকে সম্মান করার।
১৯৯৫ সালে রহমান ও সায়রা বানুর বিয়ে হয়েছিল। দেখাশোনা করেই নাকি এই বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ ২৯ বছর তাঁরা একসঙ্গে কাটিয়েছেন। খাতিজা, রহিমা ও আমিন, তিন সন্তানের জন্ম হয়েছে। মেয়ে খাতিজার বিয়েও হয়ে গিয়েছে।
বিয়ের এত বছর পর আচমকা কেন বিচ্ছেদের পথে হাঁটলেন রহমান ও সায়রা? এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে এক্স হ্যান্ডেলে রহমান নিজের ও সায়রার যৌথ বিবৃতি শেয়ার করেছেন। সেখানে জানানো হয়, দাম্পত্যের ৩০ বছরের জন্য অনেক প্রত্যাশা ছিল রহমান ও তাঁর স্ত্রীর। কিন্তু তা আর হলো না।
বিবৃতিতে লেখা, ‘আমরা গ্র্যান্ড থার্টিতে পৌঁছে যাব এই আশা ছিল। কিন্তু নিয়তির যে অন্য ভাবনা ছিল আর তা আগে থেকে অনুমান করা যায়নি। ভাঙা মনের ভারে ঈশ্বরের আসনও তো টলে যায়। তবুও এই ছিন্নভিন্ন সম্পর্কে আমরা মানে খুঁজতে থাকি। যদিও এই ভাঙা টুকরোগুলো আবার আগের মতো জোড়া লাগানো সম্ভব নয়। জীবনের এই ভঙ্গুর অধ্যায়ে আমাদের প্রাইভেসিকে সম্মান করার জন্য় আর মহানুভবতার জন্য বন্ধুদের ধন্যবাদ জানাই।’
পরকীয়ার কারণেই কি দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ইতি টানলেন এ আর রহমান? হ্যাঁ, এমনই গুঞ্জন এখন সংগীত পাড়ায়। আর এই গুঞ্জনের সূত্রপাত, রহমানেরই টিমের সহশিল্পী গিটার বাদক মোহিনী দে‘র এক সোশ্যাল মিডিয়া পোস্টে।
যেখানে মোহিনী স্পষ্ট লিখেছেন, রহমানের মতো তিনিও তাঁর স্বামী মার্কের সঙ্গে সম্পর্কে ইতি টানছেন। সোশাল মিডিয়ায় এক লম্বা পোস্টে বিবাহ বিচ্ছেদের কথা স্পষ্টই জানালেন, মোহিনী। রহমানের টিমের এই শিল্পীর পোস্ট দেখে রহমান ও মোহিনীর পরকীয়ার সম্ভাবনা দেখছে নিন্দুকেরা।
কমেন্ট