মালয়েশিয়ার প্রতি বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদানের আহ্বান প্রধান উপদেষ্টার
ডিভোর্সের ৩ দিন পরেই ‘সুখবর’ দিলেন এ আর রহমান
সদ্যই বিচ্ছেদের খবরে শিরোনামে এসেছেন ভারতের প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক এ আর রহমান। দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন এই মিউজিক মায়েস্ট্রো। এই মুহূর্তে বিষাদেই ডুবে রয়েছেন এই অস্কারজয়ী সুরকার। তবে বিষাদের মেঘের মাঝেই উঁকি দিল আনন্দের সংবাদ।
সদ্যই ভক্তদের দুঃসংবাদ দেওয়া এ আর রহমান এবার দিলেন সুসংবাদ। ‘হলিউড মিউজিক ইন মিডিয়া অ্যাওয়ার্ডে’ সংগীত-ফিচার ফিল্ম ও স্কোর-ইনডিপেনডেন্ট ফিল্ম ক্যাটাগরিতে সেরার পুরস্কার জিতেছেন তিনি।
সুদীর্ঘ ক্যারিয়ারে এ আর রহমানের ঝুঁলিতে আছে অস্কার ও গ্র্যামির মতো অ্যাওয়ার্ড। এবার তার সফলতার মুকুটে আরো একটি পালক যুক্ত হলো।
‘দ্য গোট লাইফ’ চলচ্চিত্রের পেরিয়োন গানের জন্য পেয়েছেন এ সম্মানসূচক পুরস্কার।
এই আনন্দের সংবাদটি এ আর রাহমান নিজেই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে সবাইকে জানিয়েছেন। সাবেক স্ত্রী সায়রা বানুর সঙ্গে ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর সামাজিক মাধ্যমে এটাই তার প্রথম পোস্ট। অ্যাওয়ার্ড গ্রহণের বেশ কিছু ছবি শেয়ার করে সংগীত পরিচালক লিখেছেন, ‘এ অর্জনে আমি এবং আমাদের গোটা টিম গর্বিত।
এ সিনেমাটিকে জীবন্ত করার জন্য যারা অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। পুরো ‘দ্য গোট লাইফ’ টিম এবং দশর্কদের ধন্যবাদ। তাদের ভালোবাসায় আমাদের কষ্ট সফল হয়েছে।’
গত ২৮ মার্চ মুক্তি পায় দক্ষিণের সিনেমা ‘দ্য গোট লাইফ’। মুক্তির পরই সিনেমাটি আলোচনায় আসে।
সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন। তার চরিত্রের নাম নাজিব, ঘটনাচক্রে মরুভূমিতে ছাগল চরায়। সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করেন ব্লেসি। সিনেমাটি দর্শক-সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসিত হওয়ার পাশাপাশি বক্স অফিসেও দারুণ আয় করেছে।
এদিকে গত ১৯ নভেম্বর এ আর রহমানের বিচ্ছেদের খবরটি প্রকাশ্যে আসে। রহমান-সায়রা বানুর বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান সায়রার আইনজীবী বন্দনা শাহ। এরপর সায়রা বানু ও এ আর রহমানও গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। ১৯৯৫ সালে সায়রা বানুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন এ আর রহমান। তাদের তিন সন্তান খতিজা, রহিমা ও আমিন। দীর্ঘ ২৯ বছর এ তারকা দম্পতি সংসার করেছেন একসঙ্গে। সর্বশেষ আম্বানিদের ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল রহমান ও তার স্ত্রী সায়রা বানুকে।
কমেন্ট