বিজিবি ও স্থানীয়দের শক্ত অবস্থানে বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে বিএসএফ: স্বরাষ্ট্র উপদেষ্টা
যতবার দেখা হয়, সালমানের কাছ থেকে কিছু না কিছু নিয়ে ফিরি: হিনা
বলিউড অভিনেত্রী হিনা খান ক্যানসারের সঙ্গে লড়াই করে বেঁচে আছেন। কিন্তু কখনো কাজ থামিয়ে রাখেননি। একের পর এক কাজ করে চলেছেন তিনি। নিজেই জানালেন কাজই তার মনের জোর বাড়াচ্ছে।
এ অসুস্থতার মধ্যেই হিনা খান পৌঁছেন ‘বিগ বস ১৮-এর মঞ্চে। সপ্তাহান্তে ‘উইকেন্ড কা ভার’ এপিসোডে দেখা করেন সালমান খানের সঙ্গে।
এর আগে ‘বিগ বস ১১’-তে যোগ দিয়েছিলেন হিনা। দ্বিতীয় স্থান পেয়েছিলেন তিনি। সেই সময়েও সঞ্চালক ছিলেন ভাইজান। আর এবার সালমানের অনুষ্ঠানে অতিথি হয়ে এলেন অভিনেত্রী। শেয়ার করে নিলেন ভাইজানের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা।
দেখা হলেই সালমানের কাছ থেকে কিছু না কিছু নিয়ে ফিরি বলে জানান হিনা খান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে অভিনেত্রী লিখেছেন—এই বিনয়ী মানুষটার সঙ্গে যতবার দেখা হয়, বুঝি ওর থেকে কিছু না কিছু নিয়ে ফিরব আমি। যদিও এবারের সাক্ষাৎ কিছুটা আলাদা ছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অনুষ্ঠানের সঞ্চালনা করেন। সেই শুটিংয়ের পরও আমার সঙ্গে দেখা করলেন সালমান। এ বিষয়টি আমার মন ছুঁয়ে গেছে।
পর্দায় একমঞ্চে দুজনকে একসঙ্গে দেখা যাবে। তবে ক্যামেরার পেছনেও হিনার সঙ্গে ঘণ্টাখানেক কথা বলেছেন সালমান। অভিনেত্রী লিখেছেন—আমাকে ডেকে নিয়ে বসলেন। প্রায় ঘণ্টাব্যাপী কথা বললেন। আমার চিকিৎসার খুঁটিনাটি জানলেন। শুধু কথা বলেই আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিলেন।
তিনি বলেন, নিজের অভিজ্ঞতা ও জ্ঞানই শুধু আমার সঙ্গে শেয়ার করে নিলেন এমন নয়; তিনি নিশ্চিত করেছেন— আমি যেন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারি। আমাকে ভরসা দিয়েছেন, আমি সুস্থ হয়ে যাব বলে জানান হিনা খান।
এ অভিনেত্রী আরও বলেন, এগুলো সালমান না বললেও পারতেন। কিন্তু ব্যস্ততার মধ্যেও এটা তিনি করলেন। এটিও একটি শিক্ষা। আমি এই সাক্ষাৎ জীবনেও ভুলব না। হিনা খান বলেন, সালমান এমন একটা মানুষ হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমাকে সব সময়ের মতো শ্রদ্ধা জানাই।
কমেন্ট