শপথ নিলেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার
শাহরুখের চেয়ে এগিয়ে আমিরের সাবেক স্ত্রী
চলতি বছরের সেরা ছবির তালিকায় বলিউড অভিনেতা আমির খান প্রযোজিত ছবি ‘লাপাতা লেডিজ’-এর নাম অনায়াসে উঠে আসে। ভারতীয়দের হৃদয়ে জায়গা করে নেওয়া এই মিষ্টি প্রেমের ছবিটি জাপানের সিনেমাপ্রেমীদের কাছেও হৃদয় ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে।
Advertisement
সাবেক আমিরপত্নী কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’ ছবিটি কিছু দিন আগেই জাপানে মুক্তি পেয়েছে। বক্স অফিসের আয়ের দিক থেকে এই গ্রাম্য সহজ-সরল প্রেমের ছবিটি রীতিমতো ঝড় তুলেছে। লাইফটাইম আয়ের দিক থেকে আমিরের এই ছবিটি শাহরুখ খানের ‘পাঠান’ ও প্রভাসের ‘সালার’কে পেছনে ফেলে দিয়েছে।
জাপানে মুক্তি পাওয়া ভারতীয় ছবি হিসেবে আয়ের দিক থেকে শীর্ষে আছে এসএস রাজামৌলির ‘আরআরআর’ ছবিটি। জুনিয়র এনটিআর ও রামচরণ অভিনীত এ ছবির ‘নাটু নাটু’ গানটি অস্কার জয় করেছিল। এরপর ‘লাপাতা লেডিজ’ ছবিটিও সাফল্যের কেতন উড়িয়েছে।
জানা গেছে, ২০২৫ সালের অস্কারে ভারতীয় ছবি হিসেবে ‘লাপাতা লেডিজ’ ছবির অফিশিয়াল এন্ট্রি হয়েছে। এই ছবির কাহিনি দর্শক দারুণ পছন্দ করেছেন। এ বছর মার্চে মুক্তি পেয়েছিল ছবিটি। ভারতীয় বক্স অফিস থেকে ‘লাপাতা লেডিজ’ সেভাবে আয় করেনি। তবে ওটিটিতে মুক্তি পাওয়ার পর ছবিটি দুনিয়াজুড়ে দারুণ সাড়া ফেলেছে। এখন জাপানের বক্স অফিসে ‘লাপাতা লেডিজ’ দুর্দান্ত ইনিংস খেলছে। জাপানে মুক্তি পাওয়া সবচেয়ে সফল ভারতীয় ছবিগুলোর মধ্যে একটি হলো কিরণ রাওয়ের এ ছবিটি। জাপানের বক্স অফিস থেকে ‘লাপাতা লেডিজ’ আয় করেছে ৫০ মিলিয়ন ইয়েনের বেশি, যা ভারতীয় মুদ্রায় ২ দশমিক ৭৫ কোটির বেশি। ৪৫ দিনে এত আয় করেছে ছবিটি।
‘লাপাতা লেডিজ’ ছবিটি দুনিয়াজুড়ে আয় করেছে ৩১ কোটির মতো। এর মধ্যে ভারতীয় বক্স অফিস থেকে ২৫ কোটি আয় করেছিল এ ছবি।
এদিকে শাহরুখ খানের ‘পাঠান’ জাপানের বক্স অফিস থেকে ৫০ মিলিয়ন ইয়েনের কাছাকাছি আয় করেছিল। আর প্রভাসের ‘সালার’ ৪৬ মিলিয়ন ইয়েন ব্যবসা করেছিল।
বলা হচ্ছে যে, ‘লাপাতা লেডিজ’ এই দৌড়ে প্রভাসের ‘বাহুবলী’ ও সালমান খানের ‘বজরাঙ্গি ভাইজান’কে পেছনে ফেলে দিতে পারে। রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী’ ছবিটি ৭৫ মিলিয়ন ইয়েন ব্যবসা করেছিল। আর সালমানের ছবির আয়ের অঙ্ক ছিল ৮০ মিলিয়ন ইয়েন।
কমেন্ট