বিজিবি ও স্থানীয়দের শক্ত অবস্থানে বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে বিএসএফ: স্বরাষ্ট্র উপদেষ্টা
কিশোর কুমারকে চেনেন না আলিয়া, যা বললেন রণবীর
প্রথম সাক্ষাৎ থেকেই অভিনেত্রী আলিয়া ভাটকে নতুন কিছু শেখানো এবং নিজের মনের মতো করে গড়ে নিতে চেয়েছিলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছিলেন এ পাওয়ার কাপল দম্পতি।
আলাপ থেকে প্রেম, আর প্রেম থেকে বিয়ে —এই পর্বে আলিয়াকে খানিকটা নিজেই গড়ে নিয়েছেন অভিনেতা রণবীর কাপুর। বিয়ের পর নাকি আগের বেশ কিছু স্বভাব বদলে ফেলেছেন অভিনেত্রী। এমনকি যে আলিয়া একসময়ে উঁচু স্বরে কথা বলতেন, তিনি নাকি রণবীরকে বিয়ের পর শান্ত স্বভাবের হয়ে গেছেন। রণবীর নিজেই এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।
তবে বিয়ের পর নয়; প্রথম সাক্ষাৎ থেকেই অভিনেত্রী আলিয়া ভাটকে সামনে চলার পথ দেখানো শুরু হয়েছে। নিজের মনের মতো করে কাছে নিতে চেয়েছিলেন রণবীর কাপুর। সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেতা নিজেই জানালেন প্রথম সাক্ষাতের কথা। দুজনের বয়সের ব্যবধান যথেষ্ট। সেই সময় বয়স আরও কম ছিল আলিয়ার। প্রথম দেখাতেই রণবীর কাপুরের কাছে জানতে চেয়েছিলেন আলিয়া— কিশোর কুমার কে? এমন প্রশ্নের উত্তর দিয়েছিলেন তিনি।
রণবীর বলেন, নিজেদের সংস্কৃতি ও শিল্পের উৎস সংরক্ষণ করে রাখা প্রতিটা প্রজন্মের দায়িত্ব। তাই তারা ১৩ থেকে ১৫ ডিসেম্বর সারা ভারতে ‘রাজ কাপুর চলচ্চিত্র উৎসব’ আয়োজন করতে চলেছেন। রাজ কাপুরের ১০টি সিনেমা দেখানো হবে এই চলচ্চিত্র উৎসবে। এ ঘোষণার মঞ্চেই আলিয়াকে নিয়ে এ মন্তব্য করেন অভিনেতা।
তিনি বলেন, আমি আশা করব— আপনারা সবাই এই উৎসবে আসবেন। মনে পড়ে যাচ্ছে— আলিয়ার সঙ্গে প্রথম সাক্ষাতের কথা। ও জানতে চেয়েছিল— কিশোর কুমার কে? আসলে জীবনটা একটা চক্রের মতো। এই মানুষগুলোকে ভুলে যাচ্ছে অনেকে। নিজেদের উৎসকে মনে রাখা দরকার।
রণবীর বলেন, তিনি রাজ কাপুরের একটি জীবনীচিত্রও তৈরি করার কথাও ভাবছেন। এর জন্য পরিচালক সঞ্জয় লীলা বানসালির সঙ্গে কথা বলেছেন তিনি। রাজ কাপুরের ‘শ্রী ৪২০’-ও পুনর্নির্মাণ করার পরিকল্পনা রয়েছে তার।
কমেন্ট