বিজিবি ও স্থানীয়দের শক্ত অবস্থানে বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে বিএসএফ: স্বরাষ্ট্র উপদেষ্টা
ডিভোর্স গুঞ্জনের মধ্যেই ভিডিও পোস্ট করে ‘আপসহীন বার্তা’ ঐশ্বরিয়ার
কখনও ডিভোর্স গুঞ্জন, কখনও দূরত্ব কমার আভাস, আবার পরক্ষণেই তিক্ততার রটনা! অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের দাম্পত্য জীবন নিয়ে এমনই নানা জল্পনা-কল্পনা চলছে। এর মধ্যেই ‘আপস’ না করার বার্তা দিয়ে ভিডিও শেয়ার করলেন সাবেক বিশ্বসুন্দরী।
সোমবার ছিল নারীদের প্রতি হওয়া হিংসাত্মক ঘটনার অবসান ঘটানোর আন্তর্জাতিক দিবস। সেই উপলক্ষ্যেই এই ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। একটি প্রসিদ্ধ প্রসাধনী সংস্থার সঙ্গে যুক্ত নায়িকা। সেই সংস্থার হয়েই ভিডিওটি তৈরি করেছেন তিনি।
যেখানে সব নারীদের মাথা উঁচু করে বাঁচার বার্তা দিয়েছেন অভিনেত্রী। এসময় তাকে বলতে শোনা যায়, নিজের মর্যাদার সঙ্গে কখনও আপস করবেন না।
বচ্চন পরিবারের অশান্তির পাশাপাশি অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক নিয়েও নানা রটনা রটছে। বেশ কিছুদিন ধরেই তারকা দম্পতিকে একসঙ্গে কোনো অনুষ্ঠানে তেমন দেখা যাচ্ছে না। এমনকি অনন্ত-রাধিকার বিয়েতেও আলাদাই ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন। তবে আম্বানিদের অনুষ্ঠানের ভিডিওতে মেয়ে আরাধ্যার সঙ্গে হাসিমুখেই দেখা যায় অ্যাশ-অভিষেককে। তাতেই মনে করা হয়েছিল, দুই তারকার বিচ্ছেদের খবর কেবলই রটনা।
তবে কিছুদিন আগে আবার ঐশ্বরিয়া-অভিষেকের সঙ্গে নিমরত কৌরের নাম জড়িয়ে যায়। বলিউডপাড়ায় গুঞ্জন, নিজের ‘দশভি’ সিনেমার নায়িকা নিমরত কৌরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিষেক। আর তার জেরেই ঐশ্বরিয়ার সঙ্গে অশান্তি চরমে এবং মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যান নায়িকা। যদিও পরে নিজের ভুল বুঝতে পেরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন অভিষেক। কিন্তু তাতে ঐশ্বরিয়ার সঙ্গে অমিতাভপুত্রর দূরত্ব কমেনি।
উল্লেখ, এ বিষয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া না দিলেও ‘সিটাডেল হানি বানি’ সিরিজের স্পেশাল স্ক্রিনিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিমরত বলেন, ‘আমি সিঙ্গেল। কোনো সম্পর্কে নেই।’
কমেন্ট