বিজিবি ও স্থানীয়দের শক্ত অবস্থানে বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে বিএসএফ: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফরাসি প্রেমিকের সঙ্গে সম্পর্ক নিয়ে বড় ঘোষণা মল্লিকার
বলিউড সেনসেশন মল্লিকা শেরওয়াত ফরাসি প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছেন। সম্পর্ক ভেঙে বেরোনোর কথা নিজেই ঘোষণা করলেন এই অভিনেত্রী।
বছর শেষে একের পর এক বিচ্ছেদের খবরে বিপর্যস্ত বলিউড ইন্ডাস্ট্রি। কী কারণে বিচ্ছিন্ন হলেন অভিনেত্রী? এমন প্রশ্নের জবাবে জানালেন, তিনি ভরসা করতে পারছেন না। এর বাইরে কিছুই বলতে চাননি মল্লিকা।
সময় এতটাই জটিল যে ভরসা করার মতো চওড়া কাঁধ পাওয়া সত্যিই মুশকিল।— এ কথা জানিয়ে সোমবার রাতে আনুষ্ঠানিকভাবে ফরাসি প্রেমিক সিরিল অক্সেনফ্যানসের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করলেন অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত।
২০১৬ থেকে ২০২৪— আট বছর সম্পর্কে ছিলেন সিরিল-মল্লিকা। ফরাসি ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে থাকাকালে সব সাক্ষাৎকারে তিনি একটিই কথা জানাতেন— অভিনেত্রী পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।
সম্প্রতি মল্লিকা শেরওয়াত ‘ভিকি বিদ্যা কা উওওয়ালা ভিডিও’ ছবি দিয়ে বলিউডে ফিরে আসেন। এর পরেই একাধিক সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন, তিনি একা। প্রেম ভেঙেছে তার। সাংবাদিকদের এ-ও বলেন, আমাদের সম্পর্ক খুবই গভীর ছিল। আচমকা তাতে দাঁড়ি পড়ায় ভেঙে পড়েছি। ভীষণ একা আমি। পাশাপাশি জানাতে ভোলেননি, বর্তমানে ভরসা করার মতো যোগ্য ব্যক্তির সংখ্যা ক্রমশ কমছে। সেই জায়গা থেকেই প্রশ্ন ওঠে— আগামীতে নতুন করে সম্পর্ক বা বিয়ে নিয়ে ভাববেন মল্লিকা?
অভিনেত্রী তারও জবাব দিয়েছেন। জানিয়েছেন, বিয়েতে বিশ্বাস করেন না এমন নয়। কিন্তু এখনই তিনি এসব বিষয়ে উদাসীন। তাই নতুন করে প্রেম বা সম্পর্কে জড়ানো নিয়েও কোনো পরিকল্পনা নেই তার।
কমেন্ট