অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণ হলে টিউলিপের ক্ষমা চাওয়া উচিত: প্রধান উপদেষ্টা
ডিসেম্বরেই বিয়ে কীর্তি সুরেশের, পাত্র কে?
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণি অভিনেত্রী কীর্তি সুরেশ। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টনি থাটিলের গলায় মালা পরাতে চলেছেন তিনি। ডিসেম্বরেই সাত পাকে বাঁধা পড়বেন দুজন।
সম্প্রতি অভিনেত্রী তার দীর্ঘদিনের প্রেমিক ব্যবসায়ী অ্যান্টনি থাটিলের সাথে তার প্রথম ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে।
বুধবার ইনস্টাগ্রামে কীর্তি তার প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করে একটি সংক্ষিপ্ত নোটও লিখেছেন। যেখানে তিনি উল্লেখ করেছেন যে ১৫ বছর ধরে চলছে তাদের সম্পর্ক।
দুবাইয়ের ব্যবসায়ী অ্যান্টনির সঙ্গে স্কুলে পড়াকালীন থেকেই বন্ধুত্ব এ অভিনেত্রীর। সেই বন্ধুত্ব পরবর্তী সময়ে প্রেম হয়ে যায়।
যা এখন বিয়েতে রূপ নিচ্ছে। আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে গোয়াতে চার হাত এক হবে তাদের। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করবেন কীর্তি। ডিসেম্বরের ৯ তারিখ থেকেই শুরু হবে বিবাহ উৎসব।
চলবে তিন দিন।
জানা যাচ্ছে, কীর্তির বিয়েতে হাজির থাকবেন থালাপতি বিজয়, অ্যাটলি কুমার, ন্যানিসহ দক্ষিণী অনেক তারকা উপস্থিত থাকবেন। পাশাপাশি বলিউডের বরুণ ধাওয়ানসহ আরো কিছু অভিনেতা-অভিনেত্রী।
২০০০ সালে শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু হলেও নায়িকা হিসেবে কীর্তি সুরেশের অভিষেক হয় ২০১৩ সালে। এরপর অভিনয় করেছেন শীর্ষ সব তারকার সঙ্গে।
২০১৮ সালে ‘মহানটী’ সিনেমায় অভিনয়ের জন্য জিতেছেন জাতীয় পুরস্কার। কীর্তি সুরেশ দক্ষিণের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। দক্ষিণের পাশাপাশি বলিউডে আইটেম গানেও নেচে আলোচনায় এসেছেন তিনি। সম্প্রতি ‘বেবি জন’ সিনেমার গান ‘নাইন মাটাজা’র টিজার মুক্তি পেয়েছে। গানটিতে আবেদনময়ী রূপে দেখা গেছে কীর্তিকে। গানটি মুক্তির পর থেকেই প্রশংসা পাচ্ছেন তিনি। গানটিকে সদ্য মুক্তি পাওয়া ‘পুষ্পা ২’ সিনেমার বহুল প্রতীক্ষিত আইটেম গানের চেয়েও এগিয়ে রাখছেন নেটিজেনরা।
কমেন্ট