বাংলাদেশের পরিস্থিতিতে ভারত অযাচিত উদ্বেগ প্রকাশ করছে, এই দ্বিচারিতা নিন্দনীয়: আইন উপদেষ্টা
লোপেজকে ভুলে থ্যাঙ্কসগিভিং ডেতে প্রথম স্ত্রীর কাছে অ্যাফ্লেক
যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার ২৮ নভেম্বর পালিত হয়েছে থ্যাঙ্কসগিভিং ডে। যে দিনটিতে ২ হাজার গৃহহীন মানুষকে খাইয়েছেন মার্কিন অভিনেতা ও সিনেমা নির্মাতা বেন অ্যাফ্লেক। তবে এদিন তাকে দেখা গেছে তার প্রথম স্ত্রী জেনিফার গার্নারের সাথে। যা এখন আলোচনার প্রধান কেন্দ্রবিন্দুতে।
কদিন আগেই পপ সঙ্গীত তারকা জেনিফার লোপেজের সঙ্গে ডিভোর্স হয়েছে অ্যাফ্লেকের। বিচ্ছেদের পর সাধারণত তারকাদের একটু দূরে থাকতে দেখা গেলেও অ্যাফ্লেককে দেখা গেল ভিন্ন রূপে। প্রকাশ্যে প্রথম স্ত্রী গার্নারের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। এসময় তারকা অভিনেতাকে বেশ খোশমেজাজেই দেখা গেছে।
অ্যাফ্লেককে গার্নারের সঙ্গে ম্যাচিং এপ্রোন পরা অবস্থায় দেখা গেছে। এ সময় তাদের কানের কাছে ফিসফিস করে কথা বলতেও দেখা গেছে। দু’জনই ছিলেন হাস্যজ্জোল।
এই দম্পতির মধ্যে আগেই বিচ্ছেদ হলেও তাদের ঘরে রয়েছে তিন সন্তান। ভায়োলেট ১৮, ফিন ১৫ এবং স্যামুয়েলের বয়স ১২। তারাও বাবা মায়ের সঙ্গে থ্যাঙ্কসগিভিং ডের ইভেন্টে হাজির হয়েছিলেন।
সূত্রগুলো জানিয়েছে, অ্যাফ্লেক তার সন্তানদের সঙ্গে থ্যাঙ্কসগিভিং কাটাতে তার সিনেমার কাজে বিরতি নিয়েছেন। যার অর্থ গার্নারের সঙ্গে পুনরায় সংযোগ করতে চলেছেন তিনি।
উল্লেখ্য, লোপেজের সঙ্গে বিচ্ছেদের পর অ্যাফ্লেক ২০০৫ সালে গার্নারকে বিয়ে করেন। বিয়ের ১০ বছর পর ২০১৫ সালে তাদের বিচ্ছেদ হয়, যা আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় ২০১৭ সালে। পরে লোপেজের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত করেন অ্যাফ্লেক। ২০২১ সালের এপ্রিলে বিয়ে করেন তারা। যা গত আগস্টে বিচ্ছেদের মধ্যে দিয়ে শেষ হয়।
কমেন্ট