সকল যড়যন্ত্র রুখে দিতে সব রাজনৈতিক দলের প্রতি ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টার
পাওয়া গেল সুনীলকে, অপহরণের দাবি করলেন স্ত্রী
ভারতের খ্যাতনামা কমেডিয়ান সুনীল পালের খোঁজ মিলেছে। পুলিশে অভিযোগ দায়ের করার পর কয়েক ঘণ্টা না যেতেই খোঁজ মিলল সুনীলের। সুনীলের দাবি, তিনি দিল্লিতে ছিলেন। ফোন চুরি হয়ে যাওয়ায় যোগাযোগ করতে পারেননি কারও সঙ্গে।
এদিকে তার স্ত্রী জানান, সুনীলকে অপহরণ করা হয়েছিল। পুলিশের সঙ্গেও কথা হয়েছে সুনীলের।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, সুনীলের স্ত্রী সরিতা পাল নিশ্চিত করেছেন যে তার স্বামী নিরাপদে বাড়ি ফিরেছেন। তবে তাকে অপহরণ করা হয়েছিল।
সুনীল পুলিশকে বিস্তারিত জানিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। এ বিষয়ে সুনীল পরে বিস্তারিত জানাবে সবাইকে। পুলিশ সহায়তা করছে।
এখন সবকিছু ঠিক আছে।
কিন্তু কী ঘটেছিল সুনিলের সঙ্গে, কী করে তিনি দিল্লি পৌঁছালেন, কোথায় ফোন হারিয়েছেন, এসবের কিছুই জানা যায়নি এখনও। গণমাধ্যমে সুনীল এখনও কোনো বক্তব্য প্রকাশ করেননি।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) স্টেজ শো করতে গিয়েছিলেন সুনীল। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।
কমেন্ট