‘পুষ্পা ২’ দেখার উন্মাদনার উৎসবের পরিবেশ মুহুর্তেই বিষাদে পরিণত, পদপিষ্ট হয়ে নারীর মৃত্যু

‘পুষ্পা ২’ দেখার উন্মাদনার উৎসবের পরিবেশ মুহুর্তেই বিষাদে পরিণত, পদপিষ্ট হয়ে নারীর মৃত্যু

আজ মুক্তি পেয়েছে আল্লু অর্জুনের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা ২’। সিনেমাটির মুক্তি ঘিরে ভারতজুড়ে উন্মাদনা তুঙ্গে। প্রেক্ষাগৃহে উৎসব উৎসব পরিবেশ। হাজার হাজার মানুষের ঢল।


তাতে উৎসবের পরিবেশ মুহুর্তেই বিষাদে পরিণত হল হায়দরাবাদে। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল এক নারীর। গুরুতর জখম তার ৯ বছরের ছেলে। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে এসেছিলেন অভিনেতা আল্লু অর্জুন। তাকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমায়। পুলিশ ও নিরাপত্তারক্ষীরা ভিড় নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও, ভিড় এতটাই বেড়ে যায় যে সিনেমা হলের মেইন গেটও ভেঙে পড়ে। বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করতে শুরু করে।

 
পিটিআই সূত্রের খবর, ভিড় সামলাতে কোনও ব্যবস্থা ছিল না হল কর্তৃপক্ষের পক্ষ থেকে। এমনকী নায়ক এবং সিনেমার অন্য কলাকুশলীদের আসা নিয়েও আগে থেকে কোনও তথ্য পুলিশের কাছে ছিল না। ওই সিনেমা হলের যা আয়তন তাতে অত দর্শককে জায়গা দেওয়াও সম্ভব ছিল না। প্রবল ভিড়ের চাপে কার্যত দিশেহারা পরিস্থিতি তৈরি হয় সেখানে। পরে ভিড় সামলাতে শক্তি প্রদর্শনও করতে হয় পুলিশকে।


প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, বিশাল সংখ্যক জনতা একসঙ্গে সিনেমা হলে ঢুকতে যান। সেই ভিড়ের মাঝে পড়ে গিয়েছিলেন ওই মা ও ছেলে। ভিড়ের মাঝে ধাক্কা খেয়ে দমবন্ধ হয়ে অজ্ঞান হয়ে যান তারা। পুলিশকর্মীরা ওই দুজনকে সিপিআর দিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে ওই নারীকে মৃত বলে ঘোষণা করা হয়। তার ছেলে গুরুতর ভাবে জখম হয়েছে, এখন ওই হাসপাতালেই চিকিৎসাধীন। গোটা ঘটনায় গাফিলতির মামলা দায়ের হয়েছে।

২০২১ সালের ব্লকবাস্টার সিনেমা পুষ্পার দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা ২’। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দেশজুড়ে ১০ হাজার স্ক্রিনে মুক্তি পাচ্ছে এই সিনেমা। প্রধান চরিত্রে রয়েছেন আল্লু অর্জুন, রাশ্মিকা মান্দানা ও ফাহাদ ফাসিল। সুকুমার পরিচালিত সিনেমাটি ঘিরে ভারতজুড়ে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, পূর্বের সব রেকর্ড ভেঙে একাকার করে দেবে ‘পুষ্পা ২’।

‘বডি শেমিং’-এর শিকার হয়েছিলেন কেট উইন্সলেট! পরবর্তী

‘বডি শেমিং’-এর শিকার হয়েছিলেন কেট উইন্সলেট!

কমেন্ট