অবশেষে চার হাত এক হলো নাগা-শোভিতার
দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন। এর আগে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে চার বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে এবার অভিনেত্রী শোভিতা ধূলিপালার সঙ্গে নতুন অধ্যায়ের সূচনা হলো।
Advertisement
বুধবার (৪ ডিসেম্বর) চার হাত এক হলো নাগা-শোভিতার! সোনালি সাজে একসঙ্গে থাকার অঙ্গীকার করলেন নবদম্পতি।
এর আগে আগস্ট মাসে বাগদান পর্ব সেরেছিলেন নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালা। সেই ছবি প্রকাশ্যে এনেছিলেন নাগা চৈতন্যের বাবা তথা দক্ষিণী তারকা নাগার্জুন আক্কিনেনি। তার পর থেকে দুই পরিবার মেতেছিল বিয়ের আচার-অনুষ্ঠানে।
অবশেষে প্রতীক্ষার অবসান হলো। তেলেগু নিয়মে বিয়ে সারলেন নাগা ও শোভিতা । গত কয়েক দিন ধরেই চর্চায় ছিল তারকা জুটির বিয়ে নিয়ে। হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে বসেছিল বিয়ের আসর। প্রথমে শোনা গিয়েছিল, রাজস্থানের প্রাসাদে বসবে বিবাহবাসর। কিন্তু অতিরিক্ত আতিশয্যে যেতে চাননি নাগা ও শোভিতা। তাই বেছে নিয়েছেন অন্নপূর্ণা স্টুডিও। অবশেষে সেই বহুল প্রতীক্ষিত বিয়ের ছবি প্রকাশ্যে এলো।
আনন্দবাজার সূত্রে জানা গেছে, বিয়ের জন্য নাগা বেছে নিয়েছিলেন ঘিয়ে রঙের পাঞ্জাবি, সাদা ধুতি ও লাল পাড়ের সাদা উড়নি। অন্যদিকে শোভিতার পরনে ছিল সোনালি রঙের দক্ষিণী কাঞ্জিভরম শাড়ি। সঙ্গে মাথায় চওড়া সোনার মাথাপট্টি, হাতে কয়েক গাছা চুড়ি, বালা এবং গলায় ভারি সোনার অলঙ্কার।
জানা গেছে, ঘনিষ্ঠ-পরিজন ছাড়াও দক্ষিণী বিনোদন দুনিয়ার তাবৎ তারকারা নিমন্ত্রিত এ বিয়েতে। সেই তারকাদের মধ্যে রয়েছেন চিরঞ্জীবী, নয়নতারা, রানা দুগ্গাবতী ও তাদের পরিবার। এ ছাড়া ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু, রামচরণ-উপাসনা, মহেশবাবু-নম্রতা শিরোদকর, এসএস রাজামৌলি ও প্রভাস। ইতোমধ্যে বিয়ের ভূরিভোজও প্রকাশ্যে এসেছে।
নাগা-শোভিতার বিয়েতে ছিল নানা ধরনের বিরিয়ানি। এর পাশাপাশি আরও যেসব খাবারের কথা শোনা গেছে, সেগুলো হলো— আলু কোর্মা, খুব ছোট ছোট বেগুন দিয়ে তৈরি গুট্টি ভানাক্ক্যা কারি, টমেটো চাট, পালক চাট, টিক্কি-চানা চাট, কচুরি, দই পুরি, ছাছ (মাখন তোলা দুধ)-এর স্যুপ, আপেলের হালুয়া, জিলাপি, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার বিভিন্ন এলাকার বিখ্যাত খাজা ইত্যাদি।
কমেন্ট