হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন শমী কায়সার

হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন শমী কায়সার

জামিন পেয়েছেন অভিনেত্রী শমী কায়সার। রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারকে আজ জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে শমী কায়সারের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম হামিদুল মেসবাহ।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীকে হত্যার চেষ্টা হয়। ওই ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টা মামলা হয়।
গত ৫ নভেম্বর এই মামলায় গ্রেপ্তার করা হয় শমী কায়সারকে। পরে রিমান্ড শেষে তাকে গত ৯ নভেম্বর কারাগারে পাঠান ঢাকার আদালত।

 

শোভিতা সত্যিই আবেদনময়ী নারী: নাগার্জুন পরবর্তী

শোভিতা সত্যিই আবেদনময়ী নারী: নাগার্জুন

কমেন্ট