সার্ককে সক্রিয় করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে আহ্বান প্রধান উপদেষ্টার
প্রেমিকের সঙ্গে বাগদান সেরে ফেললেন গোমেজ
একাকিত্বের শেকল ভেঙে বাগদান সেরে ফেললেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ। দীর্ঘদিনের প্রেমিক বেনি ব্লাঙ্কোরের সঙ্গে বাগদান সেরেছেন গোমেজ। এবার দুজনের বিয়ের পালা।
বুধবার (১১ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে সুসংবাদটি জানিয়েছেন গোমেজ নিজেই।
ইনস্টাগ্রামে বাগদানের আংটির ছবি প্রকাশ করে সেলেনা লেখেন, ‘এখন শুরুটা চিরকালের জন্য...।’ চারটি ছবি প্রকাশ করেছেন গোমেজ। প্রথম ছবিতে সেলেনার আঙুলে ঝলমলে হিরের আংটি দেখা যাচ্ছে। দ্বিতীয় ছবিতে নিজের আংটির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন তিনি।
তৃতীয় ছবিতে হাসিমুখে বাগদানের আনন্দ উপভোগ করছেন। আর চতুর্থ ছবিতে বেনিকে পাশে নিয়ে গালে চুম্বনের মুহূর্ত ধরে রেখেছেন ক্যামেরায়। গোমেজের সেই পোস্টে তার প্রেমিক বেনি মন্তব্য করে লিখেছেন, ‘ওয়েট...এটা তো আমার স্ত্রী।’ গোমেজ ও ব্লাঙ্কোর প্রেমের বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে গত বছরের ডিসেম্বরের প্রথম দিকে।
‘পপফিকশনস’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ দুজনকে ঘিরে একটি পোস্ট করে। সেখানে খোদ গোমেজ মন্তব্য করে বসেন, ‘ফ্যাক্টস’! এরপরে, সামাজিক মাধ্যমে লেখেন, ‘আগে যাদের সঙ্গে সম্পর্কে ছিলাম, ও তাদের সবার চেয়ে ভালো।’ এরপর থেকেই তুমুল আলোচনায় এই জুটির প্রেম। দুজনকে একসঙ্গে দেখা যায় নিয়মিত।
শূন্য দশকের শেষ দিকে সংগীত প্রযোজক হিসেবে কাজ শুরু করেন বেনি ব্লাঙ্কো।
বেশ কিছু হিট গান রয়েছে তার ঝুলিতে। তবে মূল শিল্পী হিসেবে ‘ইস্টসাইড’ গান দিয়ে ২০১৮ সালে অভিষেক হয় তার। এড শিরান, কেটি পেরি, ব্রিটনি স্পিয়ারস, রিয়ানার মতো তারকার সঙ্গেও কাজ করেছেন ব্লাঙ্কো। কাজ করেছেন সেলেনা গোমেজের সাবেক প্রেমিক জাস্টিন বিবারের সঙ্গেও। ২০১৫ সাল থেকে একসঙ্গে একাধিক গানে কাজ করেছেন গোমেজ ও ব্লাঙ্কো। সেখান থেকেই ভালোলাগার শুরু। তবে প্রেমের শুরু সাম্প্রতিক সময়ে। অবশেষে এক হতে চলেছে দুজনের চার হাত।
কমেন্ট