বিলবোর্ড পুরস্কারেও ইতিহাস গড়লেন টেলর সুইফট

বিলবোর্ড পুরস্কারেও ইতিহাস গড়লেন টেলর সুইফট

ঘোষণা হয়ে গেল ‘বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৪’-এর পুরস্কার পর্ব। আর এবারের আসরে টেলর সুইফট গড়েছেন নতুন রেকর্ড। ‘ফোর্টনাইট’ গায়িকা ২০২৪ সালের বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসে (বিবিএমএ) বৃহস্পতিবার রাতে ১০টি পুরস্কার জিতে নিয়েছেন। যার ফলে গায়িকার ঝুলিতে এখন ৪৯টি বিলবোর্ড ট্রফি।


এর আগে গায়ক ড্রেকের সঙ্গে সমান ৩৯টি করে ট্রফি জয়ে সমান অবস্থায় ছিলেন এ পপ সেনসেশন।
সিএনএনের প্রতিবেদন অনুসারে, এ বছর বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসে শীর্ষ শিল্পী, শীর্ষ নারী শিল্পী, শীর্ষ বিলবোর্ড ২০০, শীর্ষ হট ১০০, হট ১০০ গীতিকার, শীর্ষ স্ট্রিমিং গানের শিল্পীসহ মোট ১০টি পুরস্কার জিতেছেন টেলর সুইফট। এখন সুইফটের ঝুঁলিতে ৪৯টি বিলবোর্ড অ্যাওয়ার্ড ট্রফি। ড্রেক গতরাতে ৩টি পুরস্কার পান।


যার ফলে ড্রেকের ঝুঁলিতে এখন ৪২টি বিলবোর্ড অ্যাওয়ার্ড ট্রফি রয়েছে। 

 
সাম্প্রতিক বছরগুলোতে গ্র্যামির মতো বিলবোর্ডেও একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছেন টেলর সুইফট। সেই সঙ্গে বিশ্ব চষে বেড়াচ্ছেন নিজের মিউজিক্যাল সফর দিয়ে। সম্প্রতি নিজের মিউজিক্যাল সফর ‘এরাস ট্যুর’ সমাপ্ত করেছেন গায়িকা।

 

ব্যতিক্রমী স্টাইলে মা হওয়ার সুখবর দিলেন রাধিকা আপ্তে পরবর্তী

ব্যতিক্রমী স্টাইলে মা হওয়ার সুখবর দিলেন রাধিকা আপ্তে

কমেন্ট