ভেন্যু বাতিল করেছে আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষ, অনিশ্চয়তায় ফোকফেস্ট

ভেন্যু বাতিল করেছে আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষ, অনিশ্চয়তায় ফোকফেস্ট

এই শীতে টানা কয়েক বছর ধরে ঢাকা শহরে আয়োজন করা হয়েছিল আন্তর্জাতিক লোকসংগীত উৎসব। যেখানে অংশ নিত দেশি-বিদেশি সব শিল্পী। তবে শহরবাসীর প্রিয় এই আয়োজন বন্ধ হয়ে যায় ২০১৮ সালে। এবার সরকারের পটপরিবর্তনের পর অনেকেই আশাবাদী হয়েছিলেন আবার আয়োজন হতে পারে এই উৎসবের।


আয়োজকরা প্রস্তুতি নিয়েছিলেন। দিনক্ষণ জানিয়ে দিয়েছিলেন তারা। সে সময় বলা হয়েছিল জানুয়ারির ২৩, ২৪ ও ২৫ তারিখে আর্মি স্টেডিয়ামে ফোক ফেস্টের আসর বসবে। কিন্তু শেষমেশ জানা গেল লোকসংগীত উৎসবের ভেন্যু বাতিল করেছে আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষ।

তাই অনিশ্চিত হয়ে পড়েছে পাঁচ বছর পর জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া লোকসংগীতের আন্তর্জাতিক এই উৎসব।
এদিকে পরিবর্তিত পরিস্থিতিতে উচ্চাঙ্গসংগীত আসর আয়োজনের সময় পিছিয়ে দিয়েছে বেঙ্গল ফাউন্ডেশন। ২০১৮ সালের পর এই শুদ্ধ সংগীতের আসর ফেরার সম্ভাবনাও তাই অনেকটাই অনিশ্চিত।

মাটির গানের এই আন্তর্জাতিক আসর পাঁচ বছর পর ফেরার কথা ছিল ২০২৫ এর ২৩ জানুয়ারি।


ষষ্ঠ আসরের সব আয়োজন শেষ করে নিয়ে এসেছিল আয়োজক সান কমিউনিকেশনস। ভেন্যু হিসেবে অনুমতিও মিলেছিল আর্মি স্টেডিয়ামের।
দেশ-বিদেশের শিল্পীদের সঙ্গে আয়োজকদের আলাপ যখন চূড়ান্ত, তখনই জানা গেল, ভেন্যু বাতিল করেছে আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন বুধবার গণমাধ্যমকে বলেন, ‘আমাদের যে ভেন্যু বরাদ্দ দেওয়া হয়েছিল, অনিবার্য কারণ উল্লেখ করে তা বাতিল করা হয়েছে। পরিস্থিতি অনুকূলে এলে আমরা আবারও চেষ্টা করব।


তবে সামনে রোজা এবং ঈদ আছে। এগুলো বিবেচনায় রেখেই হয়তো চিন্তা করা হবে। আমরা তো আয়োজনটি করতেই চাই। তবে কবে করতে পারব, বলা যাচ্ছে না।’
এদিকে লোকসংগীত ফেরার খবরে আশাবাদী হয়ে উচ্চাঙ্গ আসর আয়োজনের প্রস্তুতি নিয়েছিল বেঙ্গল ফাউন্ডেশন। আর্মি স্টেডিয়াম ভেন্যু চেয়ে আবেদনও করেছিল কর্তৃপক্ষ। তবে পরিবর্তিত পরিস্থিতিতে তারা তাদের আয়োজনটি পিছিয়ে নিয়েছে। জানানো হয়নি নতুন কোনো তারিখ।

 

অস্কারের দৌড় থেকে ছিটকে গেছে 'লাপাতা লেডিজ', আশা জাগাচ্ছে 'অনুজা' পরবর্তী

অস্কারের দৌড় থেকে ছিটকে গেছে 'লাপাতা লেডিজ', আশা জাগাচ্ছে 'অনুজা'

কমেন্ট