৩০০ মিলিয়ন ডলার পাচার: শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
‘বাস্তবে ছ্যাঁচড়া-লম্পট, পর্দায় রাম!’, রণবীরকে মুকেশ খান্না
সদ্য শ্যুটিং শেষ হওয়া নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিতে রামের চরিত্রে অভিনয় করছেন বলিউড তারকা রণবীর কাপুর। রণবীরের রাম চরিত্রে অভিনয় করা নিয়ে আপত্তি তুলেছেন বি-টাউনের জ্যেষ্ঠ অভিনেতা মুকেশ খান্না। এ নিয়ে বেফাঁস মন্তব্যও প্রকাশ করেছেন এ অভিনেতা, যা নিয়ে বলিউড পাড়ায় রীতিমতো চলছে বিতর্ক।
মূলত বহু পুরোনো টেলি সিরিজ ‘শক্তিমান’ থেকে পরিচিত পান মুকেশ খান্না। এর আগে রণবীর সিংয়ের ‘শক্তিমান’ হওয়ার খবর পেয়েও একইভাবে বেফাঁস কথা বলেছিলেন মুকেশ। শুধু তাই নয়, রণবীর সিংকে ৩ ঘণ্টা নিজের অফিসে বসিয়ে রেখেও ‘শক্তিমান’-এর স্বত্ত্বে ছাড়পত্র দেননি মুকেশ। এবার পর্দায় আরেক রণবীরকে রামের ভূমিকায় দেখতেও নারাজ তিনি।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পর্দায় ‘ভগবান রাম’-এর চরিত্রে রণবীরের অভিনয় নিয়ে প্রশ্ন করা হয় মুকেশ খান্নাকে। মিডডে-কে দেওয়া সেই সাক্ষাৎকারে শুরুতে অবশ্য রণবীরের চরিত্র নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি ‘শক্তিমান’। পরে বাস্তবে রণবীরের বাস্তবের ভাবমূর্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার আশঙ্কা ব্লকবাস্টার ছবি ‘অ্যানিম্যাল’-এর জন্য রণবীরকে নিয়ে দর্শকদের মধ্যে যে নেতিবাচকতা ছড়িয়ে সেটা নীতিশ তিওয়ারির ‘রামায়ণ’কে প্রভাবিত করতে পারে।
মুকেশ খান্না বলেন, ‘আমি এটাই বলব, রামের চরিত্রে এমন কেউ অভিনয় করুক যাকে দেখলে অন্তত রামের মুখটা ভেসে ওঠে, রাবণের মতো দেখতে যেন না হয় সে। বাস্তবজীবনে লম্পট, ছ্যাঁচড়া হলে পর্দাতেও সেটাই উঠে আসবে। রামের চরিত্রে অভিনয় করতে হলে পার্টি করা, মদ খাওয়া সব বন্ধ করতে হবে। নির্মাতাদের কাস্টিংয়ের বিষয়ে আরও সচেতন হওয়া উচিত।’
এরপরই প্রভাস-এর ‘আদিপুরুষ’ ছবির কথা উল্লেখ করে মুকেশ বলেন, ‘এত বড় তারকা হওয়া সত্ত্বেও প্রভাসকেও তো কেউ রামের ভূমিকায় মেনে নেয়নি। ও খারাপ অভিনেতা বলে নয়, আসলে ও রামের মতো দেখতেই নয়। এবার যিনি রামের চরিত্রে অভিনয় করছেন, তিনি তো আবার কাপুর পরিবারের বংশপ্রদীপ। দারুণ অভিনেতা। সদ্য ‘অ্যানিম্যাল’ করেছেন, আর সেই ছবিতে ওর নেতিবাচক দিকটা দেখানো হয়েছে। এবার যদি আমি তার মুখের দিকে তাকাই, রামের সঙ্গে কি মিল পাব? আশা করব, ‘অ্যানিম্যাল’-এর চরিত্রটা যেন রাম হিসেবে রণবীরকে দেখতে গিয়ে ঝামেলা না করে।’
প্রসঙ্গত, নীতেশ তিওয়ারির রামায়ণে রাম হচ্ছেন রণবীর কাপুর। সীতা সাই পল্লবী। রাবণ হচ্ছেন যশ। কৈকেয়ীর চরিত্রে লারা দত্ত, হনুমানের চরিত্রে সানি দেওল এবং মন্থরার চরিত্রে দেখা যাবে শিবা চাড্ডাকে। বহুল প্রতীক্ষিত এই ম্যাগনাম ওপাস মুক্তি পাবে ২০২৬ সালে (পার্ট ওয়ান)। ২০২৭ সালে মুক্তি পাবে ছবিটির পার্ট টু। ইতিমধ্যেই প্রথম পার্টের শ্যুটিং শেষ হয়েছে।
অন্যদিকে, রণবীর অবশ্য এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি রাম হতে এবাং মেয়ে রাহার জন্মের পর থেকেই মদ্যপান করা পার্টি করা ছেড়ে দিয়েছেন। তার কথায়, ‘অভিনেতা হিসেবে বিশেষ করে ভগবান রামের চরিত্রে অভিনয় করার সুযোগ আমার জন্য দারুণ রোমাঞ্চকর এবং তৃপ্তিদায়ক।’
কমেন্ট