রাতে মঞ্চ মাতাতে ঢাকায় পাকিস্তানের সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান

রাতে মঞ্চ মাতাতে ঢাকায় পাকিস্তানের সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান

আজ ঢাকায় পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খানের কনসার্ট। এরইমধ্যে আয়োজনের সবধরনের প্রস্ততি শেষ পর্যায়ে। গতকাল শুক্রবার রাতেই ঢাকায় এসেছেন এই কিংবদন্তি।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন উপমহাদেশের প্রখ্যাত এ সংগীতশিল্পী।


এ সময় তাকে তাকে ফুল দিয়ে গ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

শনিবার (২১ ডিসেম্বর) রাতে ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘ইকোস অব রেভল্যুশন’ শীর্ষক কনসার্ট। জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও নিহতদের সাহায্যার্থে আয়োজিত এ কনসার্টে গান গাইবেন রাহাত ফাতেহ আলী খান। বিনা পারিশ্রমিকে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করার কথা রয়েছে।

 সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লবসংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে।
এর আগে আয়োজকদের পক্ষ থেকে ঘোষণা এসেছিল জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তায় ঢাকায় বিনা পারিশ্রমিকে ‘চ্যারিটি কনসার্ট’ করবেন রাহাত ফাতেহ আলী খান। আলোচিত এই কনসার্টের টিকিট অনলাইনে শ্রোতাদের জন্য আগেই উন্মুক্ত করে আয়োজক প্ল্যাটফর্ম ‘স্পিরিটস অফ জুলাই’।

রাহাত ফাতেহ আলী ছাড়াও এদিন অনুষ্ঠানে দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ, র‌্যাপ সংগীতশিল্পী সেজান, হান্নান ও সিলসিলা গান পরিবেশন করবেন।

 

মাদক সম্পৃক্ততার অভিযোগে মুমতাহিনা টয়ার প্রতিক্রিয়া পরবর্তী

মাদক সম্পৃক্ততার অভিযোগে মুমতাহিনা টয়ার প্রতিক্রিয়া

কমেন্ট