বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের কর্মবিরতি, শাহবাগে অবস্থান কর্মসূচি
শাহরুখের হাতে থাপ্পড় খাওয়া প্রসঙ্গে মুখ খুললেন হানি সিং
বলিউডের উঠতি র্যাপার গায়ক হানি সিংকে থাপ্পড় মেরেছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। ২০১৫ সালে এমন সংবাদে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল মিডিয়ায়। ৯ বছর আগের সেই ঘটনা নিয়ে এখনো ধোঁয়াশা কম নেই। তবে দীর্ঘ নয় বছর পর সেই থাপ্পড়কাণ্ড নিয়ে কথা বললেন হানি সিং।
জানালেন, এটা একেবারেই মিথ্যা এক রটনা।
ঠিক নয় বছর আগে হঠাৎই শিরোনামে আসেন শাহরুখ খান ও হানি সিং। মার্কিন যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠান করতে গিয়ে হোটেলের রুমে ঢুকে পাঞ্জাবি গায়ক হানি সিংয়ের উপর নাকি চড়াও হন বলিউড বাদশা শাহরুখ খান! খবরে এসেছিল, হানিকে শাহরুখ এত জোরে চড় মারেন যে আহত হন গায়ক। তার কপাল ফেটে নাকি অঝোরে রক্তও ঝড়েছিল।
আর তার পরেই মঞ্চে পারফর্ম করতে পারেননি হানি। সেই সময় এই ঘটনা নিয়ে আলোচনায় হয়েছিল প্রচুর। এবার সেই ঘটনার ৯ বছর পর, ঠিক কী ঘটেছিল সেদিন তা নিয়ে মুখ খুললেন হানি সিং। প্রকাশ্যে আনলেন রটে যাওয়া ঘটনার সত্যতা।
সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে হানি সিংয়ের জীবনের উপর তৈরি তথ্যচিত্র। আর সেই তথ্যচিত্রেই আসল গল্পটা ফাঁস করলেন হানি সিং। গায়ক জানালেন, শাহরুখ কখনই আমার গায়ে হাত তুলবেন না। উনি এমন মানুষই নন। আমাকে খুবই ভালোবাসেন কিং খান।
কমেন্ট