ভুল অস্ত্রোপচারের জন্য ক্যারিয়ারের শেষ দেখছিলেন প্রিয়াঙ্কা

ভুল অস্ত্রোপচারের জন্য ক্যারিয়ারের শেষ দেখছিলেন প্রিয়াঙ্কা

বলিউড ছাড়িয়ে এখন হলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন হিন্দি সিনেমার জনপ্রিয় তারকা প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়গুণে এখন বিশ্বজোড়া খ্যাতি তার। অথচ একসময় ভুল অস্ত্রোপচারের জন্য ক্যারিয়ারের শেষ দেখছিলেন এই অভিনেত্রী।

সম্প্রতি ভারতীয় বিনোদন সাংবাদিক সিদ্ধার্থ কান্নানকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার ক্যারিয়ারের কঠিন এক অধ্যায়ের কথা স্মরণ করেছেন নির্মাতা অনিল শর্মা।

সানি দেওলের ব্লকবাস্টার সিনেমা ‘গাদার ২’-এর এই নির্মাতা জানান, প্রিয়াঙ্কার একবার নাকের অস্ত্রোপচার হয়েছিল। প্রথমে প্রিয়াঙ্কার অস্ত্রোপচারের কথা শুনে এই নির্মাতা ভেবেছিলাম যে নায়িকা হয়ত জুলিয়া রবার্টসের মত হতে চান, তাই তিনি অস্ত্রোপচারের টেবিলে গিয়েছিলেন।

তবে পরে জানতে পারেন ভিন্ন তথ্য। এই নির্মাতার ভাষায়, ‘আমি প্রিয়াঙ্কাকে এটি (নাকের অস্ত্রোপচার) নিয়ে বকাবকিও করেছিলাম। কিন্তু পরে জানতে পারি যে শুধু নাক নয়, তার শারীরিক কিছু সমস্যা ছিল। কিন্তু অস্ত্রোপচারও ভালো হয়নি।’

সেই অস্ত্রোপচার ‘ভুল’ হওয়ার পর বেশকিছু সিনেমা ‘হাতছাড়া হয়’ এই প্রিয়াঙ্কার। মানসিকভাবে ভেঙে পড়া প্রিয়াঙ্কা একদিন ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’র জন্য তাকে দেওয়া বুকিংয়ের আগাম পাঁচ লাখ রুপি ফেরত দিতে এসেছিলেন অনিলের কাছে।

তবে এই নির্মাতা সেদিন প্রিয়াঙ্কাকে আশ্বস্ত করেন, ‘সেদিন প্রিয়াঙ্কা আমাকে বলেছিলেন, তাকে যেন সিনেমা থেকে বাদ দেওয়া হয়। কারণ তিনি তার বাড়ি বেরেলিতে ফিরে যেতে চান। পরে যশ রাজ ফিল্ম থেকে একজন মেকআপ আর্টিস্টকে ডাকিয়ে প্রিয়াঙ্কার চেহারার সমস্যাগুলো খতিয়ে দেখা হয়। তারপর প্রিয়াঙ্কার স্ক্রিন টেস্ট নেওয়া হয়। এরপর অল্প দিনের মধ্যে প্রিয়াঙ্কার চেহারায় চমক ফিরে আসে’-যোগ করেন অনিল।

বিপাকে আল্লু অর্জুন : বাড়িতে হামলা, আটক ৮ পরবর্তী

বিপাকে আল্লু অর্জুন : বাড়িতে হামলা, আটক ৮

কমেন্ট