ভিকির উৎসাহেই অভিনয় সংসার ব্যবসা সামলান ক্যাটরিনা

ভিকির উৎসাহেই অভিনয় সংসার ব্যবসা সামলান ক্যাটরিনা

বলিউড দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ বিয়ের তিন বছর পার করলেন।  যদিও দুজনেই ব্যস্ত নিজেদের কর্মজীবন নিয়ে। তবু ব্যক্তিগত জীবনে সফল এ দম্পতি। 

 

ক্যাটরিনা এখন শুধুই অভিনেত্রী নন, তিনি একজন উদ্যোক্তাও। ব্যবসার কাজের কারণে বর্তমানে ক্যাটরিনা ব্যস্ততার মধ্যেই দিন কাটান। অভিনেত্রী অকপটে স্বীকার করলেন যে অভিনয়, পরিবারের সমর্থনেই সংসার ও ব্যবসা সমানভাবে তাল মিলিয়ে চলছেন। 

অল্পতেই ঘাবড়ে যান ক্যাটরিনা। তখন স্ত্রীকে নিমিষেই শান্ত করে দেন ভিকি। আবার দুজন পরস্পরের সংস্কৃতিও মানিয়ে নিচ্ছেন।

একসঙ্গে এতটা সময় কাটালেও একে অপরকে প্রভাবিত করার বা নিয়ন্ত্রণে রাখার তাগিদ নেই তাদের। তবে স্বামীর কথা মেনেই কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে সমতা রক্ষা করছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানান ক্যাটরিনা কাইফ।


অভিনেত্রী জানান, তিনি কাজের প্রতি এতটা মনোযোগী যে অনেক সময়ই অনেক কিছুর প্রতি তার হুঁশ থাকে না। ভিকি ক্যাটরিনাকে কাজে উৎসাহ দিলেও মাঝেমধ্যে বিরতি নিতে বলেন। কারণ ক্যাটরিনা নাকি মাঝে মধ্যেই অতিরিক্ত মাত্রায় দুশ্চিন্তায় ভোগেন।

অভিনেত্রীর স্বামী বর্তমানে তার পরবর্তী ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে ব্যস্ত। ক্যাটরিনাকে শেষ দেখা গেছে ‘মেরি ক্রিসমাস’ ছবিতে। আগামীতে তাকে ‘জি লে জারা’ সিনেমায় দেখা যাবে। 

চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার শ্যাম বেনেগাল মারা গেছেন পরবর্তী

চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার শ্যাম বেনেগাল মারা গেছেন

কমেন্ট