চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন
কঙ্গনার বহুল আলোচিত ছবি ‘ইমার্জেন্সি’ অবশেষে মুক্তির জন্য প্রস্তুত
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত অভিনীত বহুল আলোচিত ছবি ‘ইমার্জেন্সি’ অবশেষে মুক্তির জন্য প্রস্তুত। কঙ্গনার জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল ছবির মুক্তি। কারণ ছবিটি ঘোষণা হওয়ার পর থেকে একাধিক বিতর্কও জড়িয়ে ছিল। এমনকি ছবি নিষিদ্ধ করার ডাক দেওয়া হয়েছিল। সোমবার মুক্তি পেয়েছে ছবির নতুন ট্রেলার।
আগামী ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘ইমার্জেন্সি’। ছবি মুক্তি পাওয়ার কথা ছিল গত বছর ৬ সেপ্টেম্বর। কিন্তু সেন্সর বোর্ডের তরফে ছাড়পত্র মেলেনি। ছবিতে তুলে ধরা হয়েছে ১৯৭৭ সালের ভারতের জরুরি অবস্থার কথা।
১ মিনিট ৫০ সেকেন্ডের ট্রেলারে কঙ্গনাকে দেখা গিয়েছে নানা মেজাজে। কখনো তিনি যুদ্ধ ঘোষণা করছেন। কখনো মুখে স্মিত হাসি রেখে বলছেন, ‘ইন্ডিয়া ইজ ইন্দিরা, অ্যান্ড ইন্দিরা ইজ ইন্ডিয়া। এক নেটাগরিকের কথায়, ‘কঙ্গনাকে এই ভাবে দেখে গায় কাঁটা দিচ্ছে।’ আর এক অনুরাগী লিখেছেন, ‘কঙ্গনাকে বিভিন্ন বিষয়ে অপছন্দ হতে পারে। কিন্তু অভিনয় নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না। কোনো সন্দেহ নেই, তিনি পঞ্চম জাতীয় পুরস্কার পেতে চলেছেন এই ছবির জন্য। সত্যিই তিনি বলিউডের ‘কুইন’। এই ছবি বক্স অফিসে বিপুল সাড়া ফেলবেই।’
কমেন্ট