‘আশিকি থ্রি’ থেকে অভিনেত্রী তৃপ্তি দিমরি বাদ, কারণ জানালেন অনুরাগ

‘আশিকি থ্রি’ থেকে অভিনেত্রী তৃপ্তি দিমরি বাদ, কারণ জানালেন অনুরাগ

‘আশিকি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা। এর আগে বক্স অফিসে ২০১৩ সালে মুক্তি পেয়েছিল মোহিত সুরি পরিচালিত ছবি ‘আশিকি টু’। এরপর কেটে গেছে এক দশক। এবার আসছে ‘আশিকি-থ্রি'। এ নিয়ে চলছে গুঞ্জন— ‘আশিকি থ্রি’ থেকে বাদ পড়ছেন বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি। অভিনেত্রীর বাদ পড়ার গুঞ্জনে যে কথা বললেন পরিচালক অনুরাগ বসু।

ভারতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে— ‘আশিকি’ ফ্র্যাঞ্চাইজির প্রতিটি প্রধান নায়িকার মুখে এক অদ্ভুত সারল্য দেখা গেছে। ছবির গল্প ও সুরের পাশাপাশি সেটিও ছবির অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করেছে। আর তৃপ্তির চোখে-মুখেও সেই সারল্য রয়েছে। তবে গত দুই বছরে একের পর এক ছবিতে সাহসী দৃশ্যে অভিনয় করেছেন অভিনেত্রী। বিশেষ করে 'অ্যানিমেল' ছবিতে তৃপ্তির অনাবৃত শরীরী সাহসী দৃশ্য সিনেমাপ্রেমীদের চর্চার বিষয় ছিল।

এদিকে ‘আশিকি থ্রি’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা কার্তিক আরিয়ানকে। আর আরিয়ানের বিপরীতে থাকার কথা অভিনেত্রী তৃপ্তি দিমরির। কিন্তু তৃপ্তিকে সহজসরল নায়িকার চরিত্রে দর্শক গ্রহণ করবে না বলে মনে করছেন একশ্রেণির নির্মাতারা। আর তাই এ মুহূর্তে ‘আশিকি থ্রি’ ছবির নায়িকার জন্য অন্য মুখ খোঁজা শুরু হয়েছে বলেও গুঞ্জন উঠেছে।

এবার ‘আশিকি থ্রি’ ছবিতে অভিনেত্রীর বাদ পড়ার বিষয়ে পরিচালক অনুরাগ বসু বললেন, মোটেই না। এই খবরের মধ্যে কোনো সত্যতা নেই। আর সেটি জানে তৃপ্তি নিজেও।


উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির শেষে শুরু হতে পারে ‘আশিকি থ্রি’র শুটিং। তবে  নির্মাতার পক্ষ থেকে এখনো এ ছবি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

যে কারণে বলিউড থেকে দুরে সরে যান নার্গিস পরবর্তী

যে কারণে বলিউড থেকে দুরে সরে যান নার্গিস

কমেন্ট