অভিনেতা সাইফ আলিকে ছুরিকাঘাত, আতঙ্কিত হয়ে যা বলছেন বলিউডের তারকারা

অভিনেতা সাইফ আলিকে ছুরিকাঘাত, আতঙ্কিত হয়ে যা বলছেন বলিউডের তারকারা

বলিউডের প্রভাবশালী অভিনেতা সাইফ আলি খান গুরুতর আহত হয়েছেন। বুধবার রাতে অভিনেতার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় অভিনেতাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বত্তরা। বর্তমানে মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি আছেন সাইফ।তার অপারেশন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।


এদিকে, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল থেকে এ খবর ছড়িয়ে পড়তেই চলচ্চিত্র জগতে চাঞ্চল্য তৈরি হয়েছে। তারকাগন আতঙ্কিত, সমবেদনা জানাচ্ছেন সাইফের প্রতি। কেউ কেউ প্রশ্ন তুলেছেন নিরাপত্তা নিয়ে।


বলিউড অভিনেত্রী পূজা ভাট প্রশ্ন তুলেছেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এক্স হ্যান্ডেলে (টুইটার) তিনি লিখেছেন, ‘আইন ও শৃঙ্খলা। আমাদের আইন রয়েছে, শৃঙ্খলাটা কোথায়?’

‘দেবারা’ সিনেমার সহ-অভিনেতা জুনিয়র এনটিআর সাইফের দ্রুত আরোগ্য কামনা করেছেন। একই সঙ্গে তিনি হতবাক।


এক হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘সাইফ আলি খানের উপর আক্রমণের ঘটনা শুনে আমি হতবাক। তার দ্রুত আরোগ্য কামনা করি।’ 
আর এক দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবীও লিখেছেন, ‘খুবই খারাপ লাগছে, খবরটা শুনে, দ্রুত আরোগ্য কামনা করি।’

 
চলচ্চিত্র জগতের পরিচিত নাম রাজ নায়েকও পূজার মতোই আতঙ্কিত। তিনি প্রশ্ন তুলেছেন বান্দ্রা এলাকার নিরাপত্তা নিয়ে।


লিখেছেন, ‘মারাত্মক খবরে বিচলিত! এই নিয়ে তৃতীয় বার বান্দ্রা এলাকা থেকে এমন খবর পেলাম। গত কালই আমার ভাইঝির বুটিকে হামলা হয়েছে ওই এলাকাতেই। বাড়ির ভিতর ঢুকে এ ভাবে হামলা চালানোর মতো সাহস রাখছে দুষ্কৃতীরা। আতঙ্ক তো বটেই, এটা বোধহয় আমাদের সচেতন হওয়ার মতোও একটি ঘটনা।’
এদিকে সাইফ আলি খানকে দেখতে সকালেই হাসপাতালে ছুটে যান পাঠান’খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মমতা ভাটিয়া আনন্দ।

বুধবার গভীর রাতে মুম্বাইয়ের বান্দ্রায় অভিনেতার বাড়িতে ডাকাতির চেষ্টা হয়। এ সময় সাইফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্ত। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এখন বিপদমুক্ত আছেন সাইফ।

 

‘আশিকি থ্রি’ থেকে অভিনেত্রী তৃপ্তি দিমরি বাদ, কারণ জানালেন অনুরাগ পরবর্তী

‘আশিকি থ্রি’ থেকে অভিনেত্রী তৃপ্তি দিমরি বাদ, কারণ জানালেন অনুরাগ

কমেন্ট