সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ঐকমত্য গঠনের কমিশনের নেতৃত্ব দেবেন ড. ইউনূস
সিনেমার প্রিমিয়ারে শালামের সঙ্গে মালালা
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই সম্প্রতি তার ইনস্টাগ্রাম স্টোরিতে হলিউড তারকা টিমোথি শালামের সঙ্গে যুক্তরাজ্যে ‘অ্যা কমপ্লিট আননোন’ সিনেমার প্রিমিয়ারে তোলা কিছু ছবি শেয়ার করেছেন। ছবিগুলোর একটিতে তিনি শালামে এবং সহ-অভিনেতা এডওয়ার্ড নর্টনকে ট্যাগ করে লিখেছেন, ‘অ্যা কমপ্লিট আননোন দারুণ লেগেছে। টিমোথি শালামে এবং এডওয়ার্ড নর্টন অসাধারণ ছিলেন।’
Advertisement
জেমস ম্যানগোল্ড পরিচালিত এবং টিমোথি শালামে অভিনীত ‘অ্যা কমপ্লিট আননোন’ ছবিটি ১৯৬০-এর দশকে বব ডিলানের জীবনের উত্থান এবং তার প্রভাব তুলে ধরেছে। ছবিটি তিনটি গোল্ডেন গ্লোব এবং ছয়টি বাফটা পুরস্কারের জন্য মনোনীত হয়েছে ইতোমধ্যেই।
সিনেমার প্রিমিয়ারের আগে মালালাকে ইসলামাবাদে একটি বৈশ্বিক সম্মেলনে দেখা যায়, যেখানে তিনি মুসলিম দেশগুলোতে মেয়েদের শিক্ষার অধিকারের বিষয়ে কথা বলেন। পাকিস্তানে ফিরে এসে তিনি এএফপিকে বলেন, ’আমি সত্যিই সম্মানিত, অভিভূত এবং খুশি যে আমি আবার পাকিস্তানে ফিরে এসেছি।’
এর আগে, এক্স-এ তিনি লিখেছিলেন যে, ‘সব মেয়ের স্কুলে যাওয়ার অধিকার রক্ষা করা এবং তালেবানকে আফগান নারীদের ওপর অপরাধের জন্য জবাবদিহি করতে বাধ্য করার বিষয়ে আমি কথা বলব।’
২০১২ সালে তালেবানের আক্রমণের পর যুক্তরাজ্যে আশ্রয় নেন মালালা। তিনি নারীশিক্ষার স্বপক্ষের এক দৃঢ় কণ্ঠস্বর হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। ১৭ বছর বয়সে নোবেল শান্তি পুরস্কার পেয়ে তিনি ইতিহাস সৃষ্টি করেন।
কমেন্ট