হাসপাতালে ভর্তি জনপ্রিয় সংগীতশিল্পী মোনালি ঠাকুর

হাসপাতালে ভর্তি জনপ্রিয় সংগীতশিল্পী মোনালি ঠাকুর

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী মোনালি ঠাকুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনহাটায় অনুষ্ঠান করতে গিয়েছিলেন মোনালি ঠাকুর। মঞ্চেই অসুস্থ হয়ে পড়লেন তিনি। দেখা দেয় নিঃশ্বাসের সমস্যা।

রাতেই তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। চলছে চিকিৎসা। 

 
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর পিতা তথা প্রাক্তন মন্ত্রী কমল গুহর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনহাটা উৎসবের আয়োজন করা হয়েছিল। দিনহাটা সংহতি ময়দানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব এবং স্থানীয় মানুষজন।

সেই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন মোনালি ঠাকুর। তিনি মঞ্চে উপস্থিত থেকে তাঁর সুরেলা গানের মাধ্যমে দর্শকদের মন জয় করেন। তবে অনুষ্ঠান শেষে হঠাৎ করেই অসুস্থ বোধ করেন মোনালি। তড়িঘড়ি তাকে দিনহাটা থেকে কোচবিহারে নিয়ে যাওয়া হয় এবং স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

 
শেষ পাওয়া খবর অনুযায়ী, বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার। অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন, শিল্পীর চিকিৎসার সবরকম ব্যবস্থা হয়েছে। বিশিষ্ট চিকিৎসকরা তাঁর চিকিৎসার দায়িত্বে। মোনালি ঠাকুরের অসুস্থতার খবরে চিন্তিত অনুরাগীরা। সকলেই তাঁর দ্রুতই সুস্থতার কামনা করেছেন।

 

শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন নায়িকা নিপুণ পরবর্তী

শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন নায়িকা নিপুণ

কমেন্ট