হাসপাতালে অভিনেতা সাইফ আলি খানের সঙ্গে দেখা করলেন সেই অটোচালক

হাসপাতালে অভিনেতা সাইফ আলি খানের সঙ্গে দেখা করলেন সেই অটোচালক

সম্প্রতি ভারতের মুম্বাইয়ে নিজ বাসায় অনুপ্রবেশকারীর ছুরিকাঘাতে আহত হন বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খান। ঘটনার সময় বাড়িতে কোনো গাড়ি প্রস্তুত না থাকায় অটোরিকশায় চড়ে স্থানীয় লীলাবতী হাসপাতালে যান। বিষয়টি নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। সুস্থ হয়ে এবার সেই অটোচালকের সঙ্গে দেখা করলেন বলিউডের ছোট নবাব।


হাসপাতাল থেকে বাড়ি ফেরার আগে সাইফ দেখা করলেন সেই অটোচালকের সঙ্গে। তার নাম ভজন সিং রানা। দেখামাত্রই জড়িয়ে ধরলেন তার ত্রাতাকে। ছবি তুললেন ভজনের সঙ্গে।

 
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সাইফের সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছিলেন সেই অটোচালক। ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় বসে আছেন সাইফ, বাড়ি ফেরার জন্য প্রস্তুত। নির্ধারিত সময়ের মিনিট পাঁচেক দেরিতেই ঢোকেন ভজন।


হাসপাতালে ঢোকা মাত্রই সোজা তাকে নিয়ে যাওয়া হয় সাইফের কক্ষে। দরজা খুলে দেখেন বিছানায় বসে রয়েছেন সাইফ। ভজনের কথায়, ‘যখন অভিনেতার কক্ষে ঢুকলাম দেখলাম, ওনার মাসহ পুরো পরিবার সেখানে উপস্থিত। সবার চোখেমুখেই চিন্তার ছাপ। কিন্তু আমাকে ভীষণ সম্মান দিয়েছেন তারা সবাই।আমাকে ডেকেছেন, ভালো লেগেছে। তেমন কিছু না, একেবারেই সাধারণ সাক্ষাৎ। আমি ওনার জন্য আগেও প্রার্থনা করেছি, এখনো তা-ই করব।’

তবে শুধু সাক্ষাৎ নয়, ভজনকে আর্থিক সাহায্যও করেন সাইফ। সাক্ষাতের পর প্রশ্ন করা হলে অটোচালক বলেন, ‘টাকা পয়সার বিষয়ে কিছু জানি না, আমি সে দিনও কিছু চাইনি, আজও কিছু চাইব না। দিলেও ভালো, না দিলেও আক্ষেপ নেই।’ তবে সূত্রের খবর অনুসারে, সাইফ আলি সে রাতের কথা মাথায় রেখে ৫০ হাজার রুপি পুরস্কার মূল্য তুলে দেন অটোচালক ভজনের হাতে। যদিও এর আগেই এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে ১১ হাজার রুপি পুরস্কার পেয়েছেন ভজন।

 
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল ছাড়েন সাইফ। নিজ গাড়িতে করে বান্দ্রার বাড়িতে ফেরেন অভিনেতা। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা জানান, আপাতত সুস্থ অভিনেতা। তবে তার অস্ত্রোপচার হওয়ায় পুরোপুরি সুস্থ হতে আরো কিছু সময় প্রয়োজন। তাই কিছুদিন বিশ্রামে থাকতে হবে সাইফকে।

ফার্স্টলুকেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করলেন অভিনেত্রী রাশমিকা পরবর্তী

ফার্স্টলুকেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করলেন অভিনেত্রী রাশমিকা

কমেন্ট