রোহিঙ্গাদের জন্য অর্থ সহায়তা অব্যাহত রাখায় ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা
ব্রিটনির জীবনের গল্প বলবেন গোমেজ
গানে বিশ্বজয়ের পর অভিনয়েও বিশ্বজয় করেছেন। মঞ্চে সুরের ঝড় তোলার পাশাপাশি এখন পর্দায়ও তিনি দর্শকপ্রিয়। এমনকি অস্কারের মঞ্চেও পৌঁছে গেছেন অভিনয় দিয়ে। বলছিলাম পপতারকা ও অভিনেত্রী সেলেনা গোমেজের কথা।
অভিনয়ে নিয়মিত হওয়া এ গায়িকা এবার পর্দায় ফুটিয়ে তুলতে যাচ্ছেন আরেক সুরের রানির জীবনচিত্র। বিশ্বখ্যাত পপতারকা ব্রিটনি স্পিয়ার্সের জীবনী নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা, যার প্রধান চরিত্রে অভিনয় করবেন সেলেনা গোমেজ।
মার্কিন আরেক আইকনিক পপতারকা ব্রিটনি স্পিয়ার্সের জীবনের গল্পে নির্মিত হচ্ছে সিনেমা, যা নিশ্চিত করেছে হলিউডভিত্তক একাধিক গণমাধ্যম । এই সিনেমাটি নির্মাণ করবেন ‘উইকড’ সিনেমাখ্যাত নির্মাতা জন মে চু, যা নিয়ে সম্প্রতি বিলবোর্ডের সঙ্গে কথাও বলেছেন তিনি।
জন বলেন, “আমি ছোটবেলা থেকেই ব্রিটনি স্পিয়ার্সের গানের ভক্ত। তাকে নিয়ে কাজ করার স্বপ্ন জাগে ২০২৩ সালে অক্টোবরে, যখন তার জীবনী ‘দ্য ওম্যান ইন মি’ প্রকাশিত হয়, সেটি রীতিমতো ঝড় তোলে। এর পরই আমি সিদ্ধান্ত নিই, এ গল্পের ওপর সিনেমা নির্মাণ করব। কথা অনুযায়ী এরই মধ্যে সিনেমার কাজ শুরু করেছি।
এই সিনেমার জন্য আমরা দুটি চরিত্র নির্ধারণ করেছি। যেখানে অভিনয়ের জন্য আমাদের প্রথম পছন্দ আরেক মার্কিন পপতারকা সেলেনা গোমেজ। তার সঙ্গে কথা হচ্ছে, আশা করছি শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব।”
গত বছরের ২৪ অক্টোবর প্রকাশিত হয় ব্রিটনির জীবন নিয়ে লেখা বই ‘দ্য ওম্যান ইন মি’। বইটি কেবল যুক্তরাষ্ট্রেই ২৫ লাখের বেশি কপি বিক্রি হয়।
বহুল চর্চিত এই বইয়ের স্বত্ব কিনে নিয়েছে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ইউনিভার্সাল পিকচার্স। বইটিতে ব্রিটনির তারকা হয়ে ওঠার গল্প যেমন উঠে এসেছে, তেমনি জায়গা পেয়েছে বাবার অভিভাবকত্বে থাকার সময়ে তার মানসিক অবস্থার বয়ানও। সৎভাবে সম্পর্ক, নিজের আত্ম-উপলব্ধি তুলে ধরার জন্যও প্রশংসিত হয়েছেন গায়িকা। জানা গেছে, সিনেমাটিতেও থাকবে এসব প্রসঙ্গ। তবে সেলেনার পাশাপাশি নাটালি পোর্টম্যানকেও পছন্দের তালিকায় রাখা হয়েছে ব্রিটনির চরিত্রের জন্য।
সম্প্রতি প্রকাশ পেয়েছে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) মনোনীতদের তালিকা। এবারের আসরে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছে নেটফ্লিক্সের ক্রাইম মিউজিক্যাল ছবি ‘এমিলিয়া পেরেজ’। আর এতে ‘জেসি দেল মন্তে’ চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন। পেয়েছেন দর্শক প্রশংসাও।
কমেন্ট