অসুস্থ হয়ে হাসপাতালে রুক্মিণী, বললেন ‘যুদ্ধ চালিয়ে যাচ্ছি...’

অসুস্থ হয়ে হাসপাতালে রুক্মিণী, বললেন ‘যুদ্ধ চালিয়ে যাচ্ছি...’

কিছুদিন আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’, এই ছবির জন্য চুটিয়ে প্রচারও চালিয়েছেন রুক্মিণী মৈত্র। ছবি যখন বক্স অফিসে সাড়া ফেলতে শুরু করল ঠিক তখনই অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী। ঠিক কী হয়েছে তাঁর! জানতে উদ্বিগ্ন তাঁর অনুগামীরা। 

রুক্মিণী মৈত্র তার ইনস্টাগ্রামে একটি স্ট্যাটাস শেয়ার করে লিখেছেন, ‘হাল ছাড়ছি না বরং যুদ্ধ চালিয়ে যাচ্ছি।


’ 
কিছুদিন আগের পোস্ট থেকে জানা যাচ্ছে, অভিনেত্রী জ্বরে আক্রান্ত। তার জ্বরের মাত্রা ১০২ ডিগ্রি। শারিরীক অসুস্থতা তার এমনই পর্যায় গেছে যে তিনি বর্তমানে হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন। হাতে স্যালাইন নিয়েই তিনি এই পোস্ট করেছেন।


 
প্রসঙ্গত ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ ছবির শুটিংয়ের সময়ই তিনি ১০৪ ডিগ্রি জ্বরে কাবু হয়েছিলেন এবং তার মাঝেই ফ্লোরে পড়ে তার পা ভেঙে যায়। কিন্তু এতকিছুর পড়েও তার অদম্য জেদ এবং ইচ্ছা তাকে দমিয়ে দিতে পারেনি। এসবের মাঝেই নাচের দৃশ্যের শুটিং করেন অভিনেত্রী। অসুস্থতার জন্য তার শুটিংয়ে কোন প্রভাব পড়ুক তা তিনি একেবারেই চাননি।


 
পাঁচ বছর আগে দেখা তার স্বপ্নকে অসম্পূর্ণ রাখতে চাননি অভিনেত্রী। এই কারণেই গুরুতর অসুস্থতা সত্ত্বেও হাসপাতালের বেডে শুয়ে অভিনেত্রী এখনও প্রচার চালিয়ে যাচ্ছেন। 

‘মিশন ইম্পসিবল: ডেড রেকনিং – পার্ট ২’ মুক্তির অপেক্ষা চলছে পরবর্তী

‘মিশন ইম্পসিবল: ডেড রেকনিং – পার্ট ২’ মুক্তির অপেক্ষা চলছে

কমেন্ট