ব্যাংককে নাইট ক্লাবে অমিতাভ, বললেন ‌‘মাইন্ড-ব্লোয়িং!’

ব্যাংককে নাইট ক্লাবে অমিতাভ, বললেন ‌‘মাইন্ড-ব্লোয়িং!’

হৈ-হুল্লোড়ে রাত্রিযাপনের জায়গা হিসেবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের পরিচিতি আছে। এই শহরে রাত গড়ালে নাইট ক্লাব, রেস্তোরাঁ, ক্যাসিনো, পানশালা, স্ট্রিপের জমজমাট আসর বসে। প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য তৈরি বিশেষ পানশালা স্ট্রিপ ক্লাব। বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনকে নিয়ে একবার ব্যাংককের এমনই এক স্ট্রিপ ক্লাবে হাজির হয়েছিলেন অ্যাকশন-থ্রিলার ‘এক আজনবি’ ছবির পরিচালক অপূর্ব লাখিয়া। সম্প্রতি ফ্রাইডে টকিজকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সময়ের অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছেন তিনি। ২০০৫ সালে মুক্তি পেয়েছিল ছবিটি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সেই সাক্ষাৎকারে অপূর্ব লাখিয়া জানিয়েছেন, অমিতাভ অনিদ্রার রোগী, রাতে ঘুমোতে পারেন না। সে কারণেই প্রতি রাতে একটি সিনেমা দেখার পরিকল্পনা করতেন অভিনেতা। তবে একদিন ‘বিগ বি’ তাকে ব্যাংকক ঘুরিয়ে দেখাতে বলেন। অপূর্ব বলেন, ‘আমি বললাম, ‘স্যার, এটা পাটপং, এখানে লাইভ শো আছে, আমি যদি আপনাকে নিয়ে যাই, তাহলে গোল বেধে যাবে।’ তিনি বললেন, ‘না, আমরা যাব।’ তাই আমি বললাম, চলুন যাই।’

 

অপূর্ব জানিয়েছেন, অভিনেতা অর্জুন রামপাল, বিক্রম চাটওয়াল, পেরিজাদ জোরাবিয়ান ও প্রযোজক বান্টি ওয়ালিয়াও তাদের সঙ্গে ব্যাংককের রেড-লাইট এলাকা পাটপংয়ে গিয়েছিলেন। স্মৃতিতে ডুব দিয়ে অপূর্ব আরও বলেছিলেন, ‘অমিতাভ স্যার এমন শো আগে কখনো দেখেননি। তাহলে কল্পনা করুন, সেখানে ভারতীয়রা তাকে দেখে পাগল হয়ে গিয়েছিল। তিনি এমনভাবে হাঁটছিলেন যেন তিনি জুহুতে আছেন।’

 

শো নিয়ে অমিতাভ বচ্চনের প্রতিক্রিয়ার কথা স্মরণ করে তিনি আরও বলেন, ‘তিনি বারবার বলছিলেন ‘মাইন্ড-ব্লোয়িং’!’ অপূর্ব জানান, রাত আড়াইটা থেকে তিনটা নাগাদ তারা হোটেলে ফিরে আসেন এবং পরের দিন ভোর সাড়ে পাঁচটায় শুটিং সেটে সময়মতো পৌঁছে গিয়েছিলেন বিগ বি।

টনি স্কটের ‘ম্যান অন ফায়ার’-এর রিমেক ছিল অপূর্বর অ্যাকশন-থ্রিলার ‘এক আজনবি’। অমিতাভ বচ্চন ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অর্জুন রামপাল ও পেরিজাদ জোরাবিয়ান।

প্রসঙ্গত, ‘বিগ বি’কে সবশেষ পর্দায় দেখা গেছে রজনীকান্ত অভিনীত ‘ভেট্টাইয়াঁ’ ছবিতে। অভিনেতা বর্তমানে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৬’-এর সঞ্চালনায় ব্যস্ত রয়েছেন। চলতি বছর অমিতাভ অভিনীত ‘সেকশন ৮৪’ সিনেমায় দেখা যাবে। ঋভু দাশগুপ্ত পরিচালিত এই কোর্টরুম ড্রামায় আরও আছেন ডায়ানা পেন্টি, নিমরত কৌর ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ভালোবাসা দিবসে আরও এক সন্তানের বাবা হলেন রণবীর কাপুর পরবর্তী

ভালোবাসা দিবসে আরও এক সন্তানের বাবা হলেন রণবীর কাপুর

কমেন্ট