‘ছাবা’ সিনেমায় ভিকির অভিনয়ে মুগ্ধ ক্যাটরিনা

‘ছাবা’ সিনেমায় ভিকির অভিনয়ে মুগ্ধ ক্যাটরিনা

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে ভিকি কৌশল এবং রাশমিকা মান্দানা অভিনীত ‘ছাবা’। ছত্রপতি শিবাজীর পুত্র শাম্ভাজিকে নিয়ে বানানো সিনেমাটির জীবনীচিত্র বিভিন্ন মহলে বেশ প্রশংসিত হয়েছে। তবে মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। ইতিহাসধর্মী এ সিনেমায় শাম্ভাজির ভূমিকায় স্বামী ভিকিকে কেমন লেগেছে ক্যাটরিনার? 

এদিকে প্রথম থেকেই এই সিনেমাকে সাপোর্ট করেছেন ক্যাটরিনা। কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমার পোস্টারও শেয়ার করেছিলেন অভিনেত্রী। 

স্বামীর অভিনীত সিনেমা দেখে প্রতিক্রিয়ায় কী লিখলেন অভিনেত্রী? 

স্বামীর অভিনয়ের প্রশংসায় অভিনেত্রী যে পঞ্চমুখ, তাও কিন্তু নয়। সিনেমার পরিচালক ও অন্য অভিনেতাদেরও প্রশংসা করে শুভেচ্ছা জানিয়েছেন ক্যাটরিনা।

অভিনেত্রী লিখেছেন, ‘এই সিনেমা এক ইতিহাসের সামনে দাঁড় করায়। পর্দায় শাম্ভাজির চরিত্রকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তা সিনেমার ইতিহাসে এক স্মারক হয়ে থাকবে। পরিচালক লক্ষ্মণ উতেকর ইতিহাসের কঠিন অধ্যায়কে অবলীলায়, অনায়াসে উপস্থাপন করেছেন। সিনেমার শেষের ৪০ মিনিট আপনাকে বাকরুদ্ধ করে দেবে। আমি একবার সিনেমাটি দেখেছি। আরও একবার দেখতে চাই।

সিনেমাটি যে অভিনেত্রীর ভালো লেগেছে, তা তার লেখনিতেই প্রকাশ পেয়েছে। তবে স্বামীর অভিনয় কেমন লেগেছে ক্যাটরিনার? 

ইনস্টাগ্রামে ভিকিকে ট্যাগ করে অভিনয় নিয়ে ক্যাটরিনা লিখেছেন, ‘পর্দায় ভিকির পারফরম্যান্স অনবদ্য। তুমি যখন পর্দায় এসেছো, আমি মুগ্ধ হয়ে শুধু তোমাকেই দেখেছি। আমি তোমাকে এবং তোমার অভিনয় ক্ষমতা নিয়ে গর্বিত’।

ব্যাংককে নাইট ক্লাবে অমিতাভ, বললেন ‌‘মাইন্ড-ব্লোয়িং!’ পরবর্তী

ব্যাংককে নাইট ক্লাবে অমিতাভ, বললেন ‌‘মাইন্ড-ব্লোয়িং!’

কমেন্ট