ভিকি কৌশল ও রাশমিকার সিনেমা ‘ছাবা’ বক্স অফিসে দুর্দান্ত আয় করছে
গেল সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা জুটির সিনেমা সমালোচকদের প্রশংসা পাওয়ার পাশাপাশি বক্স অফিসেও দুর্দান্ত আয় করছে।
স্যাকনিল্কের মতে, লক্ষ্মণ উতেকরের ঐতিহাসিক অ্যাকশন ছবিটি ৪ দিনে আয় করেছে ১৪০ কোটি রুপির কিছু বেশি।
ওয়েবসাইটটি জানিয়েছে যে ‘ছাবা’ তার প্রথম সোমবার ২৪ কোটি রুপি নেট সংগ্রহ করেছে। প্রাথমিক অনুমান অনুসারে মোট ১৪০.৫০ কোটি রুপি নেট সংগ্রহ করেছে।
গত শুক্রবার ছবিটি ৩১ কোটি রুপি আয় করে, যা ভ্যালেন্টাইনস ডে-তে মুক্তিপ্রাপ্ত সিনেমার জন্য রেকর্ড ব্রেকিং আয় ছিল। এমনকী, গাল্লি বয়ের রেকর্ডও ভেঙে দেয় এটি। সপ্তাহান্তে বিশাল লাফ দিয়ে শনিবারে ৩৭ কোটি এবং রবিবারে ৪৮.৫ কোটি রুপি আয় করে ‘ছাবা’। তবে সোমবারে আয় কমেছে অর্ধেকেরও বেশি।
দেশব্যপী চতুর্থ দিনে, ছাবা-র সংগ্রহ ২৪ কোটি। ২০২৫ সালের সর্বাধিক উপার্জনকারী চলচ্চিত্র হয়ে উঠেছে এটি ইতিমধ্যেই।
প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে ভিকি কৌশল ও রাশমিকা অভিনীত ‘ছাবা’। শিবাজি সাওয়ান্তের মারাঠি উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এটি।
এতে ছত্রপতি শম্ভাজি মহারাজের চরিত্রে দেখা গেছে ভিকিকে, আর তার স্ত্রীর চরিত্রে রাশমিকা। সম্রাট আউরঙ্গজেবের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় খান্না।
সিনেমাটির পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকর এবং প্রযোজনা করেছেন দীনেশ বিজন।
কমেন্ট