কোনো পরিকল্পনা ছিল না, উদ্ভুত পরিস্থিতির কারণে বিয়ে করতে বাধ্য হই: পপি

কোনো পরিকল্পনা ছিল না, উদ্ভুত পরিস্থিতির কারণে বিয়ে করতে বাধ্য হই: পপি

ছয় বছর আগে, ২০১৯ সালে চিত্রনায়িকা পপির বাসায় একটা ‘ভয়াবহ দুর্ঘটনা’ ঘটে। সেদিন অনেক বড় অঙ্কের টাকা চুরি হয়। সেই ‘ভয়াবহ দুর্ঘটনা’র সময়ে উদ্ভুত পরিস্থিতির কারণে বিয়ে করতে বাধ্য হন বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে এই নায়িকা জানান, বিয়ে নিয়ে তার কোনো পরিকল্পনা ছিল না।

সেই ‘ভয়াবহ দুর্ঘটনা’র পরিপ্রেক্ষিতে থানায় জিডি করলে পরে তাকে রমনা থানায় ডাকা হয়।
পপি বলেন, থানায় গিয়ে দেখলাম, আমার ভাইবোনেরা। ঘটনাচক্রে জীবন নিয়ে আমি আতঙ্কিত হয়ে পড়ি। মনে হলো, আমি কারও কাছে নিরাপদ নই।

সেদিন আদনানকেও ডাকি। ফিল্মের কাজে সবার সঙ্গে মিশেছি ঠিকই, কিন্তু আপনজন কেউ ছিল না। বরাবরই আমি পরিবার অন্তঃপ্রাণ মানুষ। অথচ এই আমার কাছে পরিবারের সবাই অচেনা হয়ে গেল।
সম্পত্তি ও টাকাপয়সা নিয়ে জটিলতা শুরু হয়। জটিলতার এই পুরো সময়ে আদনান আমাকে ছায়ার মতো আগলে রেখেছে। কোনো জটিলতাই আমাকে স্পর্শ করতে দেয়নি। আমার হাতটা শক্ত করে ধরে বলেছিল, “আমি আছি, নো টেনশন।”
এরপর তিনি আরো বলেন, ওই সময়ে এমন একজন বন্ধুকে যদি না পেতাম, আমার জীবনটাই বিপন্ন হয়ে যেত।


২০২০ সালের দিকে আবার জটিলতা শুরু হয়। তখনো ভাবলাম, আমাকে মা-বোনেরা বাঁচতে দেবে না। বাসা থেকে বের হয়ে পড়ি। যোগাযোগ করি আদনানের সঙ্গে। এরপর আমার জায়গাজমির দলিল, ব্যাংকের কাগজপত্র ও প্রয়োজনীয় সব ডকুমেন্ট পুলিশের সহযোগিতায় উদ্ধার করি। বলতে পারেন, রীতিমতো জীবন বাঁচাতে বাসা থেকে পালিয়ে গেলাম। তখন আমার সামনে দুটি পথ খোলা, হয় আত্মহত্যা করতে হতো, নয়তো ওদের হাতে খুন হয়ে যেতে...। আদনানই তখন আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। পরিস্থিতির কারণে আমরা বিয়ে করতে বাধ্য হই। ২০২০ সালের নভেম্বরে বিয়ে করি বাসায় কাজি ডেকে।
বেশ কয়েক বছর ধরেই পর্দায় নিখোঁজ চিত্রনায়িকা পপি। এরপর খবর ছড়ায়, তিনি বিয়ে করে সংসারী হয়েছেন। এরপর সন্তান হবার পরও সে খবর সামনে আসে কিন্তু সেসময় বিয়ে-সন্তান প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি এই নায়িকা। 

 

‘আশিকি-৩’ সিনেমায় কার্তিকের বিপরীতে থাকবেন দক্ষিণী নায়িকা শ্রীলীলা পরবর্তী

‘আশিকি-৩’ সিনেমায় কার্তিকের বিপরীতে থাকবেন দক্ষিণী নায়িকা শ্রীলীলা

কমেন্ট