অজয় দেবগণের বাবা হওয়ার বিষয়টি মানতে পারেননি টাবু!
ইন্ডাস্ট্রিতে আসার আগে থেকে অজয় দেবগণ ও টাবুর পরিচয়, দুজনের মধ্যে বন্ধুত্বও দীর্ঘ দিনের। একজন অভিনয়ের পাশাপাশি বিয়ে করে এখন ঘোর সংসারী। আরেকজন অভিনয় সমান তালে চালিয়ে গেলেও এখনও বিয়ে করেননি।
বি-টাউনে কানাঘুষো, অজয়ের জন্যই নাকি বিয়ে করেননি টাবু! কাজলের সঙ্গে বিয়ের কয়েক বছরের মাথায় তাদের সংসারে আসে কন্যা সন্তান নিসা।
সেসময় কাজল-অজয়ের মেয়েকে দেখে মেনে নিতে পারেননি টাবু!
একটি পুরনো সাক্ষাৎকারে টাবু বলেছিলেন, “অজয় যে মেয়ের বাবা আমি এখনও এটা মেনে নিতে পারিনি।”
‘ফানা’ সিনেমাতে কাজলের সঙ্গে অভিনয় করেন টাবু। তখনই প্রথমবার তিনি অজয়ের মেয়েকে দেখেন। টাবুর কথায়, “নিসাকে ‘ফানা’ ছবির শুটিংয়ের সময় দেখেছিলাম।
সে এসেছিল। তখন খুব ছোট ছিল। ওকে দেখে আমার চোখে পানি চলে এসেছিল। মনে হলো, এটা আমার বন্ধুর মেয়ে।
”
২০০৬ সালে মুক্তি পেয়েছিল ‘ফানা’। সেই ছবিতে কাজল এবং আমির খান ছিলেন মুখ্য ভূমিকায়। তখন নিসা দেবগণের বয়স ছিল মাত্র ৩ বছর।
কমেন্ট