সাবা আজাদকে কেন্দ্র করে হৃতিকের জীবনে আসে নতুন মোড়

সাবা আজাদকে কেন্দ্র করে হৃতিকের জীবনে আসে নতুন মোড়

বলিউড অভিনেতা হৃতিক রোশনের সঙ্গ বেশ উপভোগ করছেন গায়িকা ও অভিনেত্রী সাবা আজাদ। যদিও তাদের নিয়ে পারিপার্শ্বিক লোকেদের মাথাব্যথার অন্ত নেই। এবার নিন্দুকদের যে জবাব দিলেন অভিনেতার প্রেয়সী?

গত দুই বছর ধরে অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেতা হৃতিক। দুজনের বয়সের ফারাক বিস্তর। অভিনেতা পঞ্চাশ ছুঁয়ে ফেলেছেন। অন্যদিকে গত বছর নভেম্বরে ৩৮-এ পা দিয়েছেন সাবা। খ্যাতনামা তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতেই রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন অভিনেত্রী। যদিও তিনি নিজে নাট্য পরিবারের মেয়ে, সফদর হাশমীর ভাইঝি। ছোটবেলায় অভিনয় করেছেন জননাট্যমঞ্চে। তবু খ্যাতনামা হৃতিক রোশনের প্রেমিকা হওয়ার মাসুল গুনতে হয়েছে তাকে। হৃতিকের প্রেমিকা হওয়ার দরুণ ছোটখাটো কাজ খুইয়েছেন সাবা। নিরন্তর সমালোচনার মুখেও পড়তে হয়েছে এ গায়িকাকে। যদিও অভিনেত্রী বলেন, এই কয়েক বছরে নিজের গায়ের চামড়া মোটা করে নিয়েছি।

সাবা আজাদকে কেন্দ্র করে হৃতিকের জীবনে আসে নতুন মোড়। চলচ্চিত্রপ্রেমীদের আলোচনার কেন্দ্রে দুজনের প্রেমের গুঞ্জন। হৃতিকের সঙ্গ বেশ উপভোগ করছেন সাবাও। যদিও তাদের নিয়ে পারিপার্শ্বিক লোকেদের মাথাব্যথার অন্ত নেই। আগে বেশ কয়েকবার নিন্দুকদের জবাব দিয়েছেন। তবে এখন সাবা নিজেকে অনেকটা শান্ত করতে সক্ষম হয়েছেন বলেই জানান। 

অভিনেত্রী বলেন, আমি সামাজিক মাধ্যমে খুব সক্রিয় তেমন নয়। পর পর তিন দিন কিছু পোস্ট করলাম, তার পর মাসখানেক উধাও হয়ে যাই। যদিও শিল্পী হিসাবে সেটি করা উচিত নয়। তিনি বলেন, তবে সামাজিক মাধ্যমে যে ধরনের কথাবার্তার লেনদেন চলে, তাতে খানিকটা তিনি বিরক্ত।


অভিনেত্রী বলেন, আসলে ট্রলড তারাই করেন, যারা ব্যক্তিগত জীবনে চূড়ান্ত অসুখী। আগে এগুলোর পরোয়া করতাম। এখন গায়ের চামড়া মোটা হয়ে গেছে। যারা কর্মহীন আর জীবন লক্ষ্যহীন, তারাই এসব করেন। তাদের পাত্তা দিয়ে সময় নষ্ট করতে চাই না।

কখনো এমন সিনেমায় অভিনয় করার কথা ভাবিনি : কীর্তি পরবর্তী

কখনো এমন সিনেমায় অভিনয় করার কথা ভাবিনি : কীর্তি

কমেন্ট