‘রামায়ণ’ সিনেমার স্বেচ্ছায় রাবণের চরিত্র বেছে নিয়েছেন যশ!

‘রামায়ণ’ সিনেমার স্বেচ্ছায় রাবণের চরিত্র বেছে নিয়েছেন যশ!

পৌরাণিক ঘটনা ‘রামায়ণ’ নিয়ে বলিউডে বিগ বাজেটে নির্মিত হচ্ছে সিনেমা। এতে রামের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। সীতার ভূমিকায় থাকছেন সাই পল্লবী। আর খল চরিত্র রাবণের ভূমিকায় দেখা মিলবে কেজিএফ তারকা যশের।

ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন যশকে এই চরিত্রে পর্দায় দেখার জন্য। তবে মজার বিষয় হচ্ছে, নায়ক হিসেবে তারকাখ্যাতি পাওয়া যশ স্বেচ্ছায় এই চরিত্র বেছে নিয়েছেন! রাবণের মতো মহা খলনায়কের চরিত্রে নিজেকে হাজির করতে উদগ্রিব তিনি।

 
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাবণের চরিত্র নিয়ে খোলামেলা কথা বলেছেন যশ। অভিনেতা জানান, এমন চরিত্রে তিনি আগে কখনও অভিনয় করেননি, তাই রাবণকে নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।

এই চলচ্চিত্র এবং চরিত্রটি তাঁর ক্যারিয়ারের জন্য খুব বিশেষ হতে চলেছে।
ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে যশ বলেন, ‘রাবণের চরিত্রটি আমার কাছে খুবই স্পেশাল। অন্য কোনও কারণে করিনি। কেউ যদি আমাকে রামায়ণে রাবণ ছাড়া অন্য কোনও চরিত্রে অভিনয় করতে বলত, আমি তা প্রত্যাখ্যান করতাম।

আমি এই চরিত্রের বিভিন্ন শেড পছন্দ করি। রাবণের চরিত্রে নানাভাবে অভিনয় করা যায়।’ সম্প্রতি রামায়ণে নিজের অংশের শুটিং শুরু করেছেন যশ। 

 
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি রামায়ণের শুটিং শুরু করেছেন যশ। ‘টক্সিক’ সিনেমার জন্য আগেভাগেই মুম্বাইয়ে পৌঁছে গিয়েছিলেন যশ।


সেই কাজ সেরেই সম্প্রতি নীতিশ তিওয়ারির ‘রামায়ণ’-এর জন্য শুটিং শুরু করেছেন তিনি। শুক্রবার থেকেই মাঠে নেমে পড়েছেন যশ। এক গুরুত্বপূর্ণ যুদ্ধের সিকোয়েন্সের শুট চলছে বর্তমানে। তার জন্য মুম্বাইয়ের আকসা সমুদ্র সৈকতে সেট সাজানো হয়েছে। দিন দুয়েক সাজপোশাক ট্রায়াল দেওয়ার পর শুক্রবার থেকেই আকসা সৈকতে ‘রামায়ণ’-এর যুদ্ধের দৃশ্যের শুটিং শুরু করেছেন ‘কেজিএফ’ তারকা। যদিও এযাত্রায় রণবীর তাঁর সঙ্গে নেই। এই যুদ্ধের দৃশ্য সেরে আবার দহিসার স্টুডিওতে শুটিং করবেন যশ।

 
সূত্রের খবর অনুসারে, যুদ্ধের অংশগুলি বড় পরিসরে সাজানো হচ্ছে। যুদ্ধে রাবণের কৌশলগত দক্ষতা পর্দায় তুলে ধরার জন্য অ্যাকশন কোরিওগ্রাফে বেশি করে জোর দেওয়া হয়েছে। ভিএফএক্স এখানে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তাই রাম-রাবণের সম্মুখ সমরের দৃশ্যের শুটিংয়ে রণবীরের প্রয়োজন এখনও পর্যন্ত হয়নি। আপাতত যশকে নিয়েই শুটিং চলছে। তবে এই পর্বে সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ অভিনেতারাও যশের সাথে যোগ দিয়েছেন।

বিশাল প্রস্তুতি নিয়েই বড়পর্দায় রামায়ণ আনতে চলেছেন নীতিশ। ২০২৫ সালের  দীপাবলির আগেই ‘রামায়ণ’ ট্রিলজির প্রথম কিস্তির কাজ সারতে চাইছেন নির্মাতা। কারণ ২০২৬ সালে প্রথম কিস্তি মুক্তি পাবে। দ্বিতীয় কিস্তি ২০২৭ সালের দিপাবলীতে মুক্তির কথা রয়েছে।

বলিউডের অনেক সিনেমা বিয়ের ধারণাকে নষ্ট করে দিয়েছে পরবর্তী

বলিউডের অনেক সিনেমা বিয়ের ধারণাকে নষ্ট করে দিয়েছে

কমেন্ট