পরকীয়ার অভিযোগে গোবিন্দা ও সুনীতার সংসারে ভাঙনের সুর

পরকীয়ার অভিযোগে গোবিন্দা ও সুনীতার সংসারে ভাঙনের সুর

বলিউডের সুখী দম্পতি হিসেবে পরিচিত গোবিন্দা ও সুনীতার সংসারে ভাঙনের সুর। সম্প্রতি গোবিন্দার স্ত্রী সুনীতার বক্তব্যে এমনটাই আভাস মিলছে। তিনি পরকীয়ার অভিযোগ এনেছেন নায়কের বিরুদ্ধে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, অর্ধেক বয়সী মারাঠি এক অভিনেত্রীর প্রেমে পড়েছেন গোবিন্দা।

তার সঙ্গেই খাচ্ছেন ডুবে ডুবে জল। আর সেই প্রেমেই টালমাটাল গোবিন্দার সংসার। অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল গোবিন্দা ও সুনীতার দাম্পত্য জীবন আর ঠিকঠাক নেই। এমনও শোনা গিয়েছিল, গোবিন্দ তাঁর স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে বিবাহবিচ্ছেদের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন।

এখন শোনা যাচ্ছে, তাঁরা দুজনেই তাঁদের ৩৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। 
সুনীতা এর আগে কিছু সাক্ষাৎকারে বলেন যে তিনি আর গোবিন্দা এখন আর একসঙ্গে থাকেন না। তিনি নাকি তাঁর সন্তানকে নিয়ে একটা ফ্ল্যাটে থাকেন, আর অপরদিকে একটি বাংলোয় একা থাকেন গোবিন্দা। হ্যাঁ, দীর্ঘ বিবাহিত জীবন হলেও তাঁদের ছাদ আলাদা হয়েছে আগেই।

আর এখন শোনা যাচ্ছে আইনতও নাকি আলাদা হতে চলেছেন এই দম্পতি।

 
বলিউডে জোর গুঞ্জন, গোবিন্দা ও সুনীতার এই বিচ্ছেদের পিছনে নাকি রয়েছেন বছর ৩০ বছর বয়সী এক মারাঠি অভিনেত্রী। তবে গোবিন্দা বা সুনীতার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। সবটাই এখন পর্যন্ত গুঞ্জনের পর্যায়েই রয়েছে।

১৯৮৭ সালের ১১ মার্চ বিয়ে হয় গোবিন্দা-সুনীতার। বিয়ের সময় তাঁদের দুজনেরই বয়স ছিল বড্ড কম। সুনীতার বয়স ছিল ১৮ বছর আর গোবিন্দার ২৪। যদিও শুরুর দিকে বিয়ের কথা সামনে আনেননি গোবিন্দা। ভেবেছিলেন বিয়ের কথা ছড়িয়ে পড়লে নায়ক হিসাবে তাঁর খ্যাতি কমবে। তবে বছর তিনেক পরেই তাঁরা বিয়ের কথা সামনে আনেন। দীর্ঘ দাম্পত্যের নানান প্রতিকূলতায় গোবিন্দার পাশে সবসময়ই ছিলেন সুনীতা।

‘রামায়ণ’ সিনেমার স্বেচ্ছায় রাবণের চরিত্র বেছে নিয়েছেন যশ! পরবর্তী

‘রামায়ণ’ সিনেমার স্বেচ্ছায় রাবণের চরিত্র বেছে নিয়েছেন যশ!

কমেন্ট