‘মান্নাত’ ছেড়ে সপরিবারে ভাড়া বাসায় উঠছেন শাহরুখ খান !

‘মান্নাত’ ছেড়ে সপরিবারে ভাড়া বাসায় উঠছেন শাহরুখ খান !

মুম্বাই গেলে বান্দ্রার ‘মান্নাত’-এর সামনে যায় না, এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। শাহরুখ খানের বাড়ির সামনে প্রায় প্রতিদিনই থাকে দর্শকের আনাগোনা। 

এবার সেই ‘মান্নাত’ ছাড়ছেন বলিউডের বাদশাহ। শিগগিরই নাকি সপরিবারে ঠিকানা বদল করছেন এই তারকা।

বান্দ্রায় সমুদ্রমুখী সেই বাড়ি থেকে বেরিয়ে মুম্বাইয়ের পালি হিলসের আবাসনে গিয়ে উঠবেন শাহরুখ ও তার পরিবার। 
সম্প্রতি নতুন একটি বিলাসবহুল বাসস্থান ভাড়া নিয়েছেন শাহরুখ। কিন্তু কেন হঠাৎ ‘মান্নাত’ ছাড়ছেন শাহরুখ ও তার পরিবার?

 

জানা গেছে, ‘মান্নাত’-এর অন্দরসজ্জা পরিবর্তন করা হবে। সেসংক্রান্ত কাজ শুরু হবে বাড়িতে।

তাই আপাতত ওই বাড়ি ছেলে পালি হিলসের বাড়িতে থাকবে খান পরিবার। আগামী মে মাস থেকে শুরু হবে ‘মান্নাত’-এর কাজ। টানা দুই বছর বাড়ির কাজ চলবে। ‘মান্নাত’-এ নাকি আরো দুটি তল যোগ করা হবে।
এর জন্য প্রশাসনের পক্ষ থেকে গৌরী খান অনুমতিও নিয়েছিলেন ২০২৪ সালে।
যত দিন ‘মান্নাত’-এ কাজ চলবে, তত দিন পালি হিলের বাড়িতেই থাকবেন তারা। পালি হিলের সেই আবাসনের চারটি তল ভাড়া নিয়েছেন শাহরুখ ও গৌরী। বছরে ২.৯০ কোটি রুপি ভাড়া দিতে হবে নতুন বাসার জন্য। আর এই খবরে মন ভেঙেছে অনুরাগীদের।

প্রায়ই ‘মান্নাত’-এর ছাদ থেকে ভক্তদের দেখা দেন শাহরুখ। হাত নাড়েন তাদের উদ্দেশে। সেই ইচ্ছে আপাতত পূরণ হবে না অনুরাগীদের। 
উল্লেখ্য, এই মুহূর্তে শাহরুখ তার আসন্ন ছবি ‘কিং’ নিয়ে ব্যস্ত। এই ছবিতেই প্রথমবার শাহরুখকন্যা সুহানা খানকে বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে।

কার ঝুলিতে উঠছে এবারের অস্কার সেরার পুরস্কার? পরবর্তী

কার ঝুলিতে উঠছে এবারের অস্কার সেরার পুরস্কার?

কমেন্ট