জুলাই-আগস্টের বিক্ষোভে মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে জাতিসংঘের প্রতিবেদন জেনেভায় উপস্থাপন
শাহরুখ খানকে টেক্কা দিয়ে রাশ্মিকার অনন্য রেকর্ড
সময়টা এখন রাশ্মিকা মান্দানার। দক্ষিণের এই অভিনেত্রীর জয়জয়কার এখন বলিউডেও। একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে তিনি হয়ে উঠেছেন অন্যতম প্রভাবশালী অভিনেত্রী। সেই সঙ্গে নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়।
সম্প্রতি এমন এক মাইলফলক গড়েছেন রাশ্মিকা যা তার ক্যারিয়ারের গ্রাফই বদলে দিতে যাচ্ছে। ভারতের বাঘা বাঘা সব অভিনেত্রীকে পেছনে ফেলে তিন হাজার কোটি আয়ের ক্লাবে প্রবেশ করেছেন এ দক্ষিণী কুইন।
বক্স অফিসের রিপোর্ট অনুসারে, দীপিকা পাড়ুকোন কিংবা প্রিয়াঙ্কা চোপড়াদের ঝুলিতেও নেই যে রেকর্ড, তা এখন রাশ্মিকার ঝুলিতে। বিশ্বব্যাপী বক্স অফিসে ৩০০০ কোটি টাকার বেশি আয় করেছে তার সর্বশেষ তিনটি সিনেমা।
একজন নায়িকা হিসেবে যা অনন্য রেকর্ড। যে রেকর্ড একজন নায়ক হিসেবে রয়েছে শুধুই শাহরুখ খানের।
২০২৩ সাল থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া পরপর তিনটি সিনেমাই ভারতীয় বক্স অফিসে ঝড় তুলেছে। পরপর তিনটি সিনেমা বক্স অফিসে দারুণ পারফর্ম করার কারণে ইতোমধ্যে সিনেপ্রেমীরা তাকে লাকি চার্ম বলতে শুরু করেছেন।
মুক্তিপ্রাপ্ত তিনটি সিনেমার মধ্যে তালিকার প্রথমে রয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’, দ্বিতীয় অবস্থানে ‘পুষ্পা ২’ এবং তৃতীয় স্থানে রয়েছে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ছাভা’।
২০২৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অ্যানিমেল’ বিশ্বব্যাপী ৯০০ কোটি টাকা আয় করে। এতে রাশ্মিকার পাশাপাশি রণবীর কাপুর ছিলেন প্রধান চরিত্র এবং তার সঙ্গে ছিলেন ববি দেওল, অনিল কাপুর ও তৃপ্তি দিমরি। এরপর ২০২৪ সালে আবারও অভিনেত্রী ফিরে আসেন সুকুমার পরিচালিত সুপারহিট ফ্র্যাঞ্চাইজি ‘পুষ্পা ২ : দ্য রুল’-এ শ্রীভল্লি চরিত্রে। যেখানে তিনি পুষ্পা রাজ খ্যাত অভিনেতা আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেন।
প্যান-ইন্ডিয়ান এই সিনেমাটি বিশ্বব্যাপী ১৮০০ কোটি টাকা আয় করে এবং বিগত বছরের সবচেয়ে বড় হিট সিনেমা হিসেবে প্রমাণিত হয়।
এদিকে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারিতে মুক্তি পায় অভিনেত্রীর সর্বশেষ সিনেমা ‘ছাভা’। এতে ভিকি কৌশলের বিপরীতে প্রধান নারী চরিত্রে পর্দায় দেখা যায় তাকে। চলচ্চিত্রটি বক্স অফিসে দাপট দেখিয়ে এখন পর্যন্ত আয় করেছে ৬৪০ কোটির মতো। পরপর তিনটি সিনেমা বক্স অফিসে তিন হাজার তিনশ কোটির বেশি যা একজন অভিনেত্রী হিসেবে অনন্য এক মাইলফলক রাশ্মিকার জন্য। এর আগে বলিউড বাদশা শাহরুখ খান এক বছরে নিজের তিন সিনেমার মাধ্যমে আড়াই হাজার কোটি টাকা আয় করেন যা ভারতীয় নায়কদের মধ্যে সর্বোচ্চ। নায়িকা হয়ে বলিউড বাদশা শাহরুখকে টেক্কা দিলেন রাশ্মিকা। শাহরুখ খানের শেষ তিনটি সিনেমার সম্মিলিত আয়ের চেয়েও রাশ্মিকার শেষ তিন সিনেমার সম্মিলিত আয় অনেকটাই বেশি।
এদিকে মাইলফলকের দিক থেকে শাহরুখ খানকে টপকে সামনে সালমান খোনের সঙ্গে পর্দায় দেখা মিলবে অভিনেত্রীর। ঈদুল ফিতরে আসছে সালমান খানের ‘সিকান্দার’। এতে রাশ্মিকা রয়েছেন নারীপ্রধান চরিত্রে। ইতোমধ্যেই সিনেমাটির টিজার বেশ সাড়া ফেলেছে। ভক্তদের প্রত্যাশা, এটিও বক্স অফিসে দারুণ সফল হবে।
কমেন্ট