এবার বলিউডের সিনেমায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

এবার বলিউডের সিনেমায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

এ প্রজন্মের জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এ অভিনেত্রী ‘কাভি মে কাভি তুম’ নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন। এবার পাকিস্তানের গণ্ডি পেরিয়ে হানিয়াকে দেখা যাবে বলিউড সিনেমায়।

পাকিস্তানি এক গণমাধ্যমের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে বলা হয় যে, হানিয়া এখন বলিউডে তার বহুল প্রতীক্ষিত অভিষেকের জন্য প্রস্তুত। 

জানা গেছে, হানিয়া আমির অভিনীত বলিউড সিনেমার নাম ‘সরদার জি ৩’। ইতিমধ্যে অভিনয়শিল্পী চূড়ান্ত করে শুটিং শুরু হয়েছে সিনেমাটির। পাঞ্জাবি এ সিনেমায় হানিয়ার বিপরীতে দেখা যাবে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জকে।

এ সিনেমায় চমক হিসেবে আরও থাকছেন পাঞ্জাবি সুপারস্টার নিরু বাজওয়া।

 

সিনেমার গল্প কী, সে সম্পর্কে কোনো তথ্য না জানা গেলেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সিনেমার শুটিংয়ের কিছু ভিডিও এবং স্থির চিত্র। যা দেখে সিনেমাটি ঘিরে আগ্রহ বাড়ছে দর্শকদের।


সিনেমাটি কবে মুক্তি পাবে সে প্রসঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি।

তবে সিনেমার নায়ক চরিত্রে অভিনয় করা দিলজিৎ জানিয়েছেন চলতি বছরের জুনেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সরদার জি ৩’।
‘সর্দার জি’ সিরিজের প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। দ্বিতীয় কিস্তি ২০১৬ সালে মুক্তি পায়। প্রথম কিস্তিতে অভিনয় করলেও দ্বিতীয় কিস্তিতে অভিনয় করেননি দিলজিৎ। এবার তৃতীয় কিস্তিতে হানিয়া আমিরকে নিয়ে ফিরছেন এ গায়ক-অভিনেতা।

 

‘ছাবা’ সিনেমা দেখে প্রভাবিত হয়ে স্বর্ণ খোঁজার মিশনে নেমেছে গ্রামবাসী পরবর্তী

‘ছাবা’ সিনেমা দেখে প্রভাবিত হয়ে স্বর্ণ খোঁজার মিশনে নেমেছে গ্রামবাসী

কমেন্ট