জেলে শাহরুখপুত্রকে বাঁচিয়েছেন এজাজ খান!

জেলে শাহরুখপুত্রকে বাঁচিয়েছেন এজাজ খান!

বিগ বসে অংশ নেওয়ার পর পরিচিতি পান এজাজ খান। এরপর তাঁকে আরো বেশ কিছু রিয়ালিটি শোতে দেখা গিয়েছে। বর্তমানে বেশ পরিচিত মুখ তিনি। তবে জীবনে তিক্ত অভিজ্ঞতাও কম হয়নি এ তারকার।

একসময় জেলের ভাতও খেয়েছেন আজাজ। এমনকি জেলে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের দেখভালও করেছেন তিনি!

 
সম্প্রতি এক সাক্ষাৎকারে জেলে থাকার সময়ের অভিজ্ঞতা শেয়ার করেন এজাজ। সেখানেই উঠে এসেছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের কথা। তাঁরা একই সঙ্গে মুম্বাইয়ের আর্থার রোড জেলে ছিলেন বলেই জানিয়েছেন এজাজ।

সেখানে একাধিক বিপদের সম্মুখীন হয়েছিলেন কিংপুত্র। আর সেসব বিপদের হাত থেকে আরিয়ানকে নাকি বাঁচিয়েছেন এজাজ খানই!

হিন্দি রাশকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দিন এজাজ জানিয়েছেন, এই সময় তিনি কিভাবে আরিয়ান খানকে সাহায্য করেছেন। দাবি করেছেন জেলে থাকা বিভিন্ন ক্রিমিনাল, দুষ্কৃতিদের হাত থেকে বাঁচিয়েছেন শাহরুখপুত্রকে। এজাজ খানকে ২০২১ সালে গ্রেপ্তার করা হয় একটি মাদক মামলায় জড়িত থাকার কারণে।

অন্যদিকে ওই একই সময়ে আরিয়ান খানকেও সেখানে রাখা হয় অন্য একটি আইনি ব্যাপারে।
এজাজ জানান, অমন একটা পরিবেশে খুব শোচনীয় অবস্থার মধ্যে ছিলেন আরিয়ান। ৩৫০০ হাজার ক্রিমিনাল ছিল ওখানে, তাঁদের মধ্যে থাকার অর্থ কোনো নিরাপত্তা না রাখা। সেই সময়ের স্মৃতি হাতড়ে তিনি এদিন বলেন, ‘ওই সময় শাহরুখ খানের ছেলে আরিয়ান খানও জেলে ছিল। আমি ওকে সাহায্য করেছি, জল সিগারেট পাঠাতাম।

জেলে বসে এটুকুই কারও জন্য করা যায়। আমি ওকে গুণ্ডা মাফিয়াদের হাত থেকেও বাঁচিয়েছি। ও দারুণ বিপদে ছিল।’

২০২১ সালে একটি মাদক মামলায় আরিয়ান খানকে কাস্টডিতে নেওয়া হয়েছিল। ২৬ দিন জেলে থাকার পর ২০২১ সালের ২৮ অক্টোবর জামিন পান আরিয়ান খান। তবে এদিন আজিজ খান যে দাবিগুলো করেছেন সেই বিষয়ে এখনও নিজের কোনও মতামত না বক্তব্য জানাননি আরিয়ান খান। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন তার পরিচালিত প্রথম সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর মুক্তি নিয়ে। 

 

সেই যুবকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায় যা বললেন শবনম ফারিয়া পরবর্তী

সেই যুবকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায় যা বললেন শবনম ফারিয়া

কমেন্ট