বিচ্ছেদের পর তামান্না-বিজয়কে নিয়ে এ কেমন মন্তব্য রাশার?

বিচ্ছেদের পর তামান্না-বিজয়কে নিয়ে এ কেমন মন্তব্য রাশার?

দুই বছর একসঙ্গে থাকার পর বিচ্ছেদের পথে হেঁটেছেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা। বলিউডে এমনই গুঞ্জন। তবে বিচ্ছেদের পর বন্ধুত্ব বজায় রাখবেন বলেও জানিয়েছিল একটি সূত্র। অবশ্য এ বিষয়ে তামান্না কিংবা বিজয় কোনো মন্তব্য না করলেও বিচ্ছেদ জল্পনার মধ্যেই রাশা থাদানির মন্তব্য নতুন করে ভাবাচ্ছে অনুরাগীদের।

অভিনেত্রী রাশা ও তামান্নার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিছু দিন আগেই একই সঙ্গে রঙের খেলায় মেতেছিলেন দুজনে। সেই পার্টিতে ছিলেন বিজয় ভার্মাও। এবার রাভিনা ট্যান্ডনের কন্যা রাশা জানালেন তামান্না ও বিজয় নাকি তার বাবা-মায়ের মতো। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, তামান্না ও বিজয় আমার গড পেরেন্ট। কর্মজগতে ও ব্যক্তিগতজীবনে তারকা জুটি নাকি রাশাকে পরামর্শ দেন।

রাশার প্রথম ছবি নিয়েও বেশ উত্তেজিত ছিলেন তামান্না। একটি ভিডিওতে রাশার সঙ্গে ‘উই আম্মা’ গানে তাকে নাচতেও দেখা গিয়েছিল। এক জন্মদিনের অনুষ্ঠান থেকে তামান্নার সঙ্গে রাশার বন্ধুত্ব হয়েছিল বলে জানিয়েছেন রাভিনাকন্যা নিজেই। তার পর থেকেই তামান্না ও বিজয় নাকি তার ‘গড পেরেন্ট’ হয়ে উঠেছেন।

উল্লেখ্য, ‘লাস্ট স্টোরিজ-২’ সিনেমার শুটিং থেকে প্রেম শুরু হয়েছিল তামান্না ও বিজয়ের। তারপর ভালোই ছিলেন দুজনে। কিন্তু তামান্না বিয়ে করতে চেয়েছিলেন। সেখান থেকেই সমস্যার সূ্ত্রপাত। বিজয় নাকি এ মুহূর্তে বিয়ে করে থিতু হতে প্রস্তুত নন। তাই আপাতত বিচ্ছেদ।

মালাইকাকে দেখে এক কিশোরের বিশ্রী অঙ্গভঙ্গি, যা বললেন অভিনেত্রী পরবর্তী

মালাইকাকে দেখে এক কিশোরের বিশ্রী অঙ্গভঙ্গি, যা বললেন অভিনেত্রী

কমেন্ট