অগ্রিম বুকিংয়ে রেকর্ড গড়ল ‘লুসিফার ২’

অগ্রিম বুকিংয়ে রেকর্ড গড়ল ‘লুসিফার ২’

মালায়ালাম চলচ্চিত্র জগতের অন্যতম সেরা হিট সিনেমা ‘লুসিফার’। ২০১৯ সালে মুক্তির পর বক্স অফিস ঝড় তুলেছিল সিনেমাটি। তখনেই জানা যায়, দ্বিতীয় পর্ব আসবে এর। অবশেষে লুসিফারের সিক্যুয়ালের জমজমাট ট্রেলার উন্মোচিত হয়েছে।


সিক্যুয়েলের নাম রাখা হয়েছে ‘লুসিফার ২: এমপুরান’।
লুসিফার ঘিরে ভক্তদের উন্মাদনার শেষ নেই। যার প্রভাব দেখা গেল এর টিকিট বিক্রিতে। রীতিমতো রেকর্ড গড়েছে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি।


বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, ‘এমপুরান’-এর প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি ৩৫ কোটি টাকা ছাড়িয়েছে। উদ্বোধনী উইকেন্ডে (এখনও মুক্তির ৩ দিন বাকি) এটি বিশ্বব্যাপী বক্স অফিসে ৫০ কোটি টাকার বেশি টিকিট বিক্রি করেছে। মালায়ালাম সিনেমার ইতিহাসে প্রথম সিনেমা যা মুক্তির আগেই ৫০ কোটি টাকার বিক্রির মাইলফলক স্পর্শ করেছে।

 
আন্তর্জাতিক বক্স অফিসেও দুর্দান্ত সাড়া পাচ্ছে মোহনলাল-পৃথ্বিরাজের সিনেমাটি।


বিদেশি বক্স অফিসে এমপুরান-এর তিনদিনের অগ্রিম টিকিট ইতিমধ্যেই ৪ মিলিয়ন ডলারের কাছাকাছি (প্রায় ৩০ কোটি টাকা) কাছাকাছি পৌঁছে গেছে, যেখানে দেশীয় বাজারে বিক্রি হয়েছে ২৩ কোটি টাকার মতো। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, অনেক দেশে এটি ইতোমধ্যে মালায়ালাম সিনেমার ইতিহাসের সর্বোচ্চ অগ্রিম আয়ের রেকর্ড গড়েছে। জার্মানিতে, এমপুরান-এর অগ্রিম বিক্রি সাম্প্রতিক মেগা ব্লকবাস্টার ‘পুষ্পা ২’-এর মোট আয়কে ছাড়িয়ে গেছে, যা সত্যিই বিস্ময়কর!
স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, ৭০ কোটি টাকার অগ্রিম বুকিংয়ের পথে সিনেমাটি যার মধ্যে প্রথম দিনের বুকিংয়েইদ বিশ্বব্যাপী ৫০ কোটির বেশি আয় করে নিয়েছে।

 
বৃহস্পতিবার (২৭ মার্চ) মুক্তি পেতে যাচ্ছে এমপুরান। যদি এটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পায় তবে ঈদ উৎসবে প্রথম সপ্তাহেই এটি মালায়ালাম সিনেমার ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ আয় করা সিনেমায় পরিণত হতে পারে।


আপাতত সিনেমাটির মুক্তির অপেক্ষায় দর্শকরা। এর প্রথম কিস্তির সাফল্যের পর থেকেই আব্রাহাম কুরেশির বাকী গল্প জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ভক্ত অনুরাগীরা। 

বিচ্ছেদের পর তামান্না-বিজয়কে নিয়ে এ কেমন মন্তব্য রাশার? পরবর্তী

বিচ্ছেদের পর তামান্না-বিজয়কে নিয়ে এ কেমন মন্তব্য রাশার?

কমেন্ট