এ বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা
নতুন প্রেমে মজেছেন হার্দিকের প্রাক্তন নাতাশা স্তানকোভিচ
হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্তানকোভিচ সম্প্রতি নিজেদের বিচ্ছেদের খবর ঘোষণা করেছেন। দীর্ঘদিন ধরে সম্পর্ক নিয়ে বিভিন্ন জল্পনা থাকলেও এবার তারা নিজেদের সামাজিক মাধ্যমে বিচ্ছেদের বিষয়টি প্রকাশ করেন। হার্দিক নিজের কাজকর্মে এতটাই ব্যস্ত ছিলেন যে, সম্পর্কের প্রতি সময় দিতে পারছিলেন না। নাতাশা সম্পর্ককে টিকিয়ে রাখতে বহু চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি আর মানিয়ে নিতে পারেননি। ফলে দাঁড়ি পড়ে তাদের বৈবাহিক জীবনে।
বিচ্ছেদের পর নাতাশা প্রথমে কিছুটা বিচলিত ছিলেন, কিন্তু এখন তিনি জীবনের নতুন পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ক্রিকেট তারকার সঙ্গে বিচ্ছেদের পর থেকে সাবেক প্রেমিক আলি গোনির ছবিতে লাইক দিতে শুরু করেন নাতাশা। হার্দিকের সঙ্গে বিচ্ছেদের জল্পনা চলাকালীন তার সঙ্গে শরীরচর্চা প্রশিক্ষক আলেকজান্ডার আলেক্সলিককে সঙ্গে বার বার দেখা গিয়েছে। যদিও পরে জানা যায়, আলেকজান্ডারের সঙ্গে কেবল বন্ধুত্বের সম্পর্ক নাতাশার।
যদিও এ বার নাতাশা জানালেন, ফের প্রেমে পড়তে রাজি তিনি। যদিও কেমন মানুষ পছন্দ তা জানাননি। সেটা নাকি গুরুত্বপূর্ণ নয়। বরং প্রেমে পড়ার অনুভূতিটাই আসল। নাতাশার কথায়, ‘আমি জীবনে নতুন অভিজ্ঞতা, সুযোগ এবং সম্ভবত ভালোবাসার জন্য প্রস্তুত। আমি প্রেমে পড়া বিরোধিতা করি না। জীবনের পথে যা-ই আসুক না কেন, আমি তাকে জড়িয়ে বাঁচতে চাই। আমি বিশ্বাস করি, সঠিক সময়ে সঠিক সম্পর্ক তৈরি হয়। আমি অর্থপূর্ণ সম্পর্ককে মূল্য দিই, যে সম্পর্ক বিশ্বাস এবং বোঝাপড়ার উপর দাঁড়িয়ে।’
কমেন্ট