যত দিন আয়ু লেখা আছে, তত দিনই বাঁচব : সালমান খান

যত দিন আয়ু লেখা আছে, তত দিনই বাঁচব : সালমান খান

বলিউড মেগাস্টার সালমান খান গত বছর থেকেই লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কারণে শান্তির ঘুম শেষ হয়ে গেছে ভাইজানের। কড়া নিরাপত্তাবলয় বেষ্টিত হয়ে সর্বত্র চলাফেরা করতে হয়। তার জীবন এখন ঘুরপাক খায় শুধু বাড়ি আর শুটিং সেটের মধ্যে।

তবে যাকে নিয়ে এত কাণ্ড, সেই সালমানের কোনো ভয়-ডর নেই। নিজের ছন্দেই আছেন সালমান। কখনো হুমকিকারীদের বিষয়ে টুঁ-শব্দ করতে দেখা যায়নি তাকে। তবে এবার প্রথমবারের মতো মুখ খুললেন অভিনেতা।
জানালেন, যত দিন আয়ু আছে, তত দিনই বাঁচবেন।

 
সম্প্রতি নিজের আসন্ন সিনেমা সিকান্দারের প্রচারণায় হুমকি প্রসঙ্গে কথা বলেন ভাইজান। সালমানকে যখন মিডিয়া জিজ্ঞাসা করে যে লরেন্স বিষ্ণোইয়ের হুমকিতে তিনি কি ভয় পাচ্ছেন? তখন সালমান বলেন, ‘ঈশ্বর, আল্লাহ সব সমান। আমি শুধু তাকেই মানি।

মানুষের আয়ু যত দিন লেখা আছে, তত দিনই আমাদের বাঁচতে হবে। তবে কখনো কখনো এত মানুষকে সঙ্গে নিয়ে চলতে হয় যে নিজেরই বিরক্ত লেগে যায়। এটাই যা সমস্যার।’

 
খুনের হুমকি পাওয়ার পর থেকে বাড়ি আর সিনেমার সেটের মধ্যেই তার জীবন সীমাবদ্ধ হয়ে গিয়েছে। খুব একটা ফটোশিকারিদের ক্যামেরার সামনেও খুব একটা ধরা দেন না তিনি, এমন অভিযোগও উঠেছে।

সে কথা উল্লেখ করে ভাইজানের মন্তব্য, “সাংবাদিকদের দেখলে আমি বিন্দুমাত্র বিচলিত হই না, বরং ওরা আশপাশে না থাকলেই তখন কেমন যেন মনে হয়, আমার স্টাইলে ব্যাঘাত ঘটছে! এখন জীবনটা শুধুই গ্যালাক্সি (বাড়ি) আর শুটিংয়ের মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছে আমার। বাড়ি থেকে শুটিং, আবার সেট থেকে বাড়ি। এই চলছে।

 
১৯৯৮ সালে রাজস্থানের কঙ্কানি গ্রামে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং করতে গিয়ে বিতর্কে জড়ান সালমান খান। বলিউড সুপারস্টারের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে। দুই দশক আগের সেই ঘটনার পর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সালমান। একাধিকবার বলিউডের ভাইজানকে খুনের হুমকি দিয়ে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।

গত বছর থেকেই সালমান খানের পেছনে ব্যাপকভাবে লেগেছে বিষ্ণোই গ্যাং। মাসখানেক আগে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানো হয়। বিদেশে সালমানের বন্ধু-গায়কের বাড়িতে হামলা, তার পর গতবছর অক্টোবর মাসে সালমান ঘনিষ্ঠ বাবা সিদ্দিকির খুন! একের পর এক ঘটনা ঘটিয়ে ভাইজানকে প্রাণনাশের হুমকি দিয়েছে বিষ্ণোই গ্যাং। যার জেরে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির পাশাপাশি সালমান খানের নিরাপত্তা বর্তমানে আরো জোরদার হয়েছে। দুবাই থেকে ২ কোটি টাকা খরচ করে বুলেট প্রুফ গাড়িও আনিয়েছেন ভাইজান। এমনকি নিজের বাংলোর গোটা বারান্দা মুড়ে ফেলেছেন বুলেট প্রুফ কাচে। কিন্তু সারা জীবন কি এভাবে প্রাণভয় বয়ে বেড়াতে হবে তাকে? অনুরাগীদের সেই কৌতূহল মেটাতেই এবার স্পষ্ট জবাব সালমান খানের।

‘জেলে থাকা ৮০ শতাংশ মানুষ নির্দোষ’, বিস্ফোরক মন্তব্য রিয়ার পরবর্তী

‘জেলে থাকা ৮০ শতাংশ মানুষ নির্দোষ’, বিস্ফোরক মন্তব্য রিয়ার

কমেন্ট