মার্কিন যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ পুরস্কার পাওয়ায় জুলাই কন্যাদের প্রধান উপদেষ্টার অভিনন্দন
সন্তান পৃথিবীতে আসার আগে বড় পদক্ষেপ নিলেন সিদ্ধার্থ-কিয়ারা!
বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি গত ফেব্রুয়ারি মাসেই সুখবর দিয়েছেন— এবার দুই থেকে তিন হতে চলেছেন তারা। সামাজিক মাধ্যমে একটি পোস্টে তারকা দম্পতি জানিয়েছেন, তাদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য। এ মুহূর্তে নতুন কোনো কাজ হাতে নেননি সিদ্ধার্থ। গোটা সময়টাই স্ত্রী কিয়ারাকে দিতে চান তিনি। এর মাঝেই হবু সন্তানের জন্য নতুন এক পদক্ষেপ করলেন সিদ্ধার্থ-কিয়ারা।
গতকাল বুধবার (২৬ মার্চ) কিয়ারা ও সিদ্ধার্থ মুম্বাইয়ে বাড়ি খুঁজতে বের হন। যদিও ফটোসাংবাদিকদের দাবি— তারা ইতোমধ্যে বাড়িটি কিনে ফেলেছেন। নতুন বাড়ির অন্দরসজ্জার দায়িত্বে রয়েছেন বলি বাদশাহ শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। তাদের সঙ্গে গৌরীকে দেখামাত্রই শুরু হয়েছে জল্পনা, তা হলে হবু সন্তানের ঘরের সাজসজ্জার দায়িত্ব গৌরীকে দিতে চান তারকা দম্পতি। নিমেষে ছড়িয়ে পড়ে এই ভিডিও।
এদিন কিয়ারার পরনে ছিল কালো প্যান্ট ও গোলাপি রঙের জামা। সিদ্ধার্থকে জলপাই রঙের কার্গো প্যান্ট ও নীল শার্টে দেখা যাচ্ছে। দুজনেরই মুখে ছিল মাস্ক। কিয়ারার ওজন খানিকটা বৃদ্ধি পেয়েছে বলেই মত অনুরাগীদের।
কমেন্ট